X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

দুদকের চিঠির জবাব দিয়েছে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৭, ১৮:৫১আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ১৮:৫৪

 

দুদক ভর্তি বাণিজ্যের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া চিঠির জবাব দিয়েছেন রাজধানীর স্বনামধন্য ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা। সবগুলো প্রতিষ্ঠান থেকে চিঠির জবাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দুদক।
দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে কিছু তথ্য চেয়ে চিঠি দিয়েছিলাম। আজ  বৃহস্পতিবার (১২ জানুয়ারি)ছিল তথ্য জমা দেওয়ার শেষ সময়। আমি যতক্ষণ অফিসে ছিলাম ১৪টি প্রতিষ্ঠান চিঠির জবাব দিয়েছে। অন্য যে প্রতিষ্ঠানটি তথ্য দেয়নি তারাও যোগাযোগ রেখেছে, হয়তো ইতোমধ্যে দিয়ে দিয়েছে।’
তবে দুদকের অন্য একটি সূত্র নিশ্চিত করেছে, সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান দুদকে তথ্য জমা দিয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে।
এর আগে গত ৮ জানুয়ারি রাজধানীর ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের বিভিন্ন শ্রেণিতে শূন্য আসন সংখ্যা, শূন্য আসনে ভর্তির পদ্ধতি ও নীতিমালা সম্পর্কে তথ্য সরবরাহ করতে বলা হয়েছিল। দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী এই চিঠি পাঠান।
স্কুলগুলো হলো- ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ,  উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, উদয়ন উচ্চ বিদ্যালয়, ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, অগ্রণী গার্লস স্কুল অ্যান্ড কলেজ,  রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়,হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয় ও মণিপুর উচ্চ বিদ্যালয়।

দুদকের কাছে রাজধানীর স্বনামধন্য এসব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভর্তি বাণিজ্য সম্পর্কিত বেশ কিছু অভিযোগ আসে। অভিযোগ যাচাই শেষে পরিচালক মীর জয়নুল আবেদীনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। সেই তদন্তের অংশ হিসেবে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্য চেয়ে চিঠি দেয় দুদক।

আরজে/ এপিএইচ/

আরও পড়ুন: 

বিমানে যান্ত্রিক ত্রুটি: তদন্ত প্রতিবেদন যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে

সম্পর্কিত
সর্বশেষ খবর
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত