X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

ইসি গঠনে সার্চ কমিটি সময় পাবে ১০ দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৭, ২২:৫৮আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ২৩:১৮

 

ইসি গঠনে সার্চ কমিটি সময় পাবে ১০ দিন নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ধারাবাহিক বৈঠকের পর অবশেষে সার্চ কমিটি গঠন করা হলো। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের এই সার্চ কমিটির সদস্যরা নির্বাচন কমিশনের (ইসি) সদস্যদের নাম ‍সুপারিশের জন্য সময় পাবেন দশ দিন। বুধবার  মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সার্চ কমিটি গঠন সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের গঠন করা ৬ সদস্যের সার্চ কমিটির অন্য ৫ সদস্য হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি শিরীণ আখতার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ সার্চ কমিটিকে প্রয়োজনীয় সহায়তা দেবে। ন্যূনতম তিন সদস্যের উপস্থিতিতে সার্চ কমিটির কোরাম গঠিত হবে। এই কমিটি ১০ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন গঠন-সংক্রান্ত সুপারিশ  করবে।

এদিকে সার্চ কমিটি নিয়ে হতাশা প্রকাশ করেছে বিএনপি। এই নিয়ে বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ লেবার পার্টির এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যাদের নাম শোনা যাচ্ছে, তারাই যদি সার্চ কমিটিতে থাকেন, তাহলে রাষ্ট্রপতি জনগণকে হতাশ করেছেন। আর এ সার্চ কমিটি নিয়ে বিএনপিও হতাশ ও ক্ষুব্ধ।’তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতি আলোচনা শুরুর পরে বিএনপি আশার আলো দেখেছিল। কিন্তু সেই আশা হতাশায় পরিণত হয়েছে। চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। যে সার্চ কমিটি গঠন করা হয়েছে, তা আওয়ামী লীগ সরকারের পছন্দের কমিটি। এই কমিটির মাধ্যমে আওয়ামী লীগ আবারও ৫ জানুয়ারির মতো নির্বাচন করতে চায়।’  

এ প্রসঙ্গে সম্পূর্ণ ভিন্নমত পোষণ করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার সন্ধ্যায় যশোর প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, ‘অনির্বাচিত অগণতান্ত্রিক সরকার গঠনের লক্ষ্যেই নির্বাচনকে সামনে রেখে খালেদা জিয়া নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে চক্রান্তমূলক প্রস্তাব দিচ্ছেন। দুষ্কর্মের অভিযোগ থেকে পরিত্রাণ পেতেই তিনি সার্চ কমিটিকে প্রশ্নবিদ্ধ করছেন। তার উদ্দেশ্য নির্বাচন নয়, অস্বাভাবিক সরকার গঠন। অস্বাভাবিক সরকার এলে তিনি তার দুষ্কর্মের বিচার থেকে পরিত্রাণ পাবেন বলে মনে করছেন। কিন্তু তার এ খেলা চলবে না। যথাসময়ে নির্বাচন হবে।’ তিনি  বলেন, ‘সার্চ কমিটিতে যে ৬ জনের নাম রাষ্ট্রপতি দিয়েছেন, তারা নিরপেক্ষ ব্যক্তি, সাংবিধানিক পদের অধিকারী। তারা স্বাধীনভাবেই কাজ করবেন।’

আরও পড়ুন: সার্চ কমিটির সদস্যরা কে কেমন

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দই দিয়ে আইসক্রিম!
দই দিয়ে আইসক্রিম!
‘সরকার-নাগরিকের মধ্যে অংশীদারত্ব তৈরি হলে সমস্যা সমাধান সহজ হবে’
‘সরকার-নাগরিকের মধ্যে অংশীদারত্ব তৈরি হলে সমস্যা সমাধান সহজ হবে’
প্রথাগত গল্পই লিখেছেন অ্যালিস মানরো : হামীম কামরুল হক 
প্রথাগত গল্পই লিখেছেন অ্যালিস মানরো : হামীম কামরুল হক 
সাকিব-মাহমুদউল্লাহর জন্য বিশ্বকাপ স্মরণীয় করতে চান শান্ত
সাকিব-মাহমুদউল্লাহর জন্য বিশ্বকাপ স্মরণীয় করতে চান শান্ত
সর্বাধিক পঠিত
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
পেঁয়াজ আমদানি শুরু
পেঁয়াজ আমদানি শুরু
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল