X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রাথমিকের প্যানেল শিক্ষকদের নিয়োগ ৩০ মার্চের মধ্যে শেষ করতে সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৭, ১৮:৪০আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১৮:৪৫

সংসদীয় কমিটির বৈঠক

প্যানেলভুক্ত সব শিক্ষকের নিয়োগ ৩০ মার্চের মধ্যে শেষ করার সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া পদোন্নতির মাধ্যমে দেশের সব প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের সুপারিশ করা হয়।

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটি’র ৩৪তম সভায় এসব সুপারিশ দিয়েছে সংসদীয় কমিটি।

কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন এর সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন, মো. আবুল কালাম,আলী আজম এবং মোহাম্মদ ইলিয়াছ ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে প্রায় ২৮ হাজার শিক্ষক প্যানেলভুক্ত রয়েছে। গত বছরের জুন মাসে প্যানেল ও পুলভুক্ত শিক্ষকদের নিয়োগ দেওয়ার জন্য আদেশ জারি হলে সর্বশেষ ৯ হাজারের বেশি নিয়োগ দেওয়া হয়। বর্তমানে ২৮ হাজার প্যানেল শিক্ষককের নিয়োগ শেষ হলেও প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষক সংকট থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের ওই সূত্রটি।   

জানা গেছে, দশম জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র বুধবারের বৈঠকে প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি চালু করা, তৃতীয় ধাপে স্কুল সরকারি করা এবং শিক্ষকদের আত্মীকরণ অব্যাহত রাখার সুপারিশ করা হয়। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা এবং ২০১০ সালের শিক্ষানীতির আলোকে ছাত্র-শিক্ষক অনুপাত ১:৩০ অর্জনের সুপারিশ করা হয়।

বৈঠকে প্রাথমিক বিদ্যালয়ে সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী ও বিত্তবান অভিভাবকদের আর্থিক সহায়তায় মিড ডে মিল কার্যক্রম চালু রাখার সুপারিশ করে সংসদীয় কমিটি।

এছাড়া কমিটি স্কুল পরিদর্শন কার্যক্রম আরও জোরদার করার জন্য কম সময়ের মধ্যে ই-মনিটরিং ব্যবস্থা চালু করারও সুপারিশ দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ উজ জামানসহ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএমএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জার্মানির তৃতীয় বিভাগের ক্লাবের সঙ্গেও বাংলাদেশকে মেলানো যায় না’
‘জার্মানির তৃতীয় বিভাগের ক্লাবের সঙ্গেও বাংলাদেশকে মেলানো যায় না’
তোরণ ও ব্যানার টানিয়ে জরিমানা গুনলেন তিন প্রার্থী
তোরণ ও ব্যানার টানিয়ে জরিমানা গুনলেন তিন প্রার্থী
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নীরবে মামুনুল হক,  শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
নীরবে মামুনুল হক, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক