X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

র‌্যাবের হাতে গ্রেফতার আবু হানিফের লাশ ২৪ ঘণ্টা পর ঢামেক মর্গে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৭, ২০:২২আপডেট : ১৮ মার্চ ২০১৭, ২০:২৯

আশকোনা র‌্যাবের ক্যাম্প

র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী হামলার পর র‌্যাবের হাতে গ্রেফতার এক যুবকের লাশ ২৪ ঘণ্টা পর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে র‌্যাব।

শুক্রবার দুপুরে র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী জঙ্গি হামলার পরপরই এক যুবককে আশকোনার মুনমুন কাবাব ঘরের পেছন থেকে গ্রেফতার করে র‌্যাব। তবে গতকাল থেকে আটকের কোনও তথ্য র‌্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

শনিবার বিকাল সোয়া ৫ টার দিকে নিহতের লাশ ঢামেক হাসপাতালের মর্গে নিয়ে আসে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) এজাজ শফী।

তিনি জানান, নিহত যুবকের নাম আবু হানিফ মৃধা (৩২)। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলী এলাকায়। গতকাল র‌্যাবের ব্যারাকে আত্মঘাতী হামলার পর তাকে আশকোনার মুনমুন কাবাবের পেছন থেকে গ্রেফতার করেছিল র‌্যাব। সেখানে সে অসুস্থ হয়ে পরার পর, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায় র‌্যাব। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বিকাল শুক্রবার বিকাল  সাড়ে ৪ টায় তাকে মৃত ঘোষণা করেন।

পরিদর্শক এজাজ শফী বলেন, ‘সুরতহাল প্রতিবেদন তৈরি করে, নিহতের লাশ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’

নিহতের লাশ মৃত্যুর ২৪ ঘণ্টা পর ঢামেক হাসপাতালের মর্গে পাঠানোর বিষয়ে তিনি বলেন, ‘গতকাল এদিকে ঝামেলার কারণে ও পাঁচটার পর আসলে এসব কাজকর্ম হয় না। তাই লাশ মর্গে পাঠাতে দেরি হয়েছে।’

এ বিষয়ে র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল সাড়ে ৪ টার দিকে অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এরপর সে অসুস্থ হয়ে পরলে তাকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার হৃদযন্ত্র কাজ করছিল না।’

গ্রেফতারের বিষয়টি গতকাল না জানানোর বিষয়ে তিনি বলেন, ‘গতকাল পরিস্থিতিটা ভিন্ন ছিল। আমি যখন গণমাধ্যমে পরিস্থিতি ব্যাখা করেছি, তারপর আবু হানিফ গ্রেফতার হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা যায়নি। কারণ সে অসুস্থ ছিলো।’

সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার লাশ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এদিকে ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ বলেন, ‘নিহত যুবকের ময়নাতদন্ত সম্পন্ন। মৃত্যুর কারণ জানার জন্য তার ভিসেরা নমুনা সংগ্রহ করা হয়েছে।’

প্রসঙ্গত, শুক্রবার রাজধানীর বিমানবন্দর এলাকার আশকোনা হাজি ক্যাম্পের পাশে র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরের ভেতরে এক জঙ্গী আত্মঘাতী হামলা চালায়। এরপর পুরো এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় আবু হানিফ মৃধা ওরফে হানিফাকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারের বিষয়টি র‌্যাব প্রথম থেকেই অস্বীকার করে আসছিলো।

/এআরআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী