X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘কুমিল্লার আস্তানায় বিস্ফোরক নিয়ে এক জঙ্গির অবস্থান’

রাফসান জানি
২৯ মার্চ ২০১৭, ১৭:৪৯আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৯:২৫

কুমিল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। ছবি: সংগৃহীত

কুমিল্লার কোটবাড়ী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। বাড়িটিতে প্রচুর বিস্ফোরকসহ একজন জঙ্গি রয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন কুমিল্লার অ্যাডিশনাল পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন। 

বুধবার বিকালে বাংলা ট্রিবিউনকে তানভীর সালেহীন বলেন, ‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল কোটবাড়ীর একটি বাড়িতে এক জঙ্গি অবস্থান করছে। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী তার কাছে প্রচুর বিস্ফোরক রয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের স্পেশাল টিমকে বার্তা পাঠানো হয়েছে। তারা আসলেই অভিযান চালানো হবে।’

কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বাংলা ট্রিবিউনকে জানান,  কুমিল্লার কোটবাড়ী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রাখা হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালাতে গেলে সেখানে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার লোকজনও সেখানে যাচ্ছে বলে জানান তিনি।

এদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, জঙ্গি আস্তানা সন্দেহে চিহ্নিত বাড়িটির মালিকের নাম দেলোয়ার হোসেন। তিনি এক সময় সৌদি প্রবাসী ছিলেন। তার ভাই সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মৌলভীবাজারে দুটি বাড়িতেও জঙ্গি আস্তানা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। বুধবার সকাল থেকেই মৌলভীবাজার পৌরসভার বড়হাট ও নাসিরপুর গ্রামে বাড়ি দুটি ঘিরে রেখেছে পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) সদস্যরা। দুটি আস্তানাতেই বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক আছে বলে ধারণা করা হচ্ছে। দুটি বাড়ির মালিকই লন্ডনপ্রবাসী সাইফুর রহমান। নাসিরপুরের ওই বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেডও ছোড়া হয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ঢাকাসহ সিলেটে জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এর মধ্যে সিলেটের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় আতিয়া মহল নামের বাড়িতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলাবাহিনীর চারদিনের অভিযানে চার জঙ্গি নিহত হয়। 

/আরজে/জেইউ/এফএস/

আরও পড়ুন:

‘আপনারা কি জঙ্গি, জিজ্ঞেস করতেই গ্রেনেড ছোড়ে’

নাসিরপুর গ্রামের আস্তানায় থাকা জঙ্গিদের আত্মসমর্পণের 

এবার মৌলভীবাজারে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

মৌলভীবাজারের আস্তানা থেকে গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা

মৌলভীবাজারের দুই জঙ্গি আস্তানা বাড়ির মালিক একই ব্যক্তি

‘মৌলভীবাজারে জঙ্গি অভিযানে প্রয়োজনে সেনাবাহিনী নামানো হবে

সম্পর্কিত
সর্বশেষ খবর
আইনগত সহায়তা পাওয়া করুণা নয়, অধিকার: আইনমন্ত্রী
আইনগত সহায়তা পাওয়া করুণা নয়, অধিকার: আইনমন্ত্রী
সেনাবাহিনীর তত্ত্বাবধানে সুস্থ আছে জোড়া মাথা আলাদা করা রাবেয়া-রোকেয়া
সেনাবাহিনীর তত্ত্বাবধানে সুস্থ আছে জোড়া মাথা আলাদা করা রাবেয়া-রোকেয়া
পঞ্চম বারের মতো কমলো সোনার দাম
পঞ্চম বারের মতো কমলো সোনার দাম
নেত্রীর জন্য জান দেবেন আর সিদ্ধান্ত মানবেন না, সেটা উচিত না: দীপু মনি
নেত্রীর জন্য জান দেবেন আর সিদ্ধান্ত মানবেন না, সেটা উচিত না: দীপু মনি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে