X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভারতে বন্ধুত্ব চাইতে গিয়েছি, বন্ধুত্ব পেয়েছি: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৭, ২২:৪৪আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ২২:৪৬

‘আমি কিছু চাইতে ভারতে যাইনি। বন্ধুত্ব চাইতে গিয়েছি, বন্ধুত্ব পেয়েছি’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকালে ভারত সফর শেষে দেশে ফিরে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে শেখ হাসিনা গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ৪দিনের রাষ্ট্রীয় সফরের কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রথমে লিখিত বক্তব্যে সরকার প্রধান শেখ হাসিনা চুক্তি, সমঝোতা ও রাষ্ট্রীয় সফরে প্রতিবেশী রাষ্ট্র ভারতের আতিথেয়তার কথা তুলে ধরেন। এরপর সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যমের প্রতিনিধিরা ভারত সফর নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর জবাব দেন।

বিএনপির দেশ বিক্রির অভিযোগের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘আমি দেশ বেঁচি না, দেশ রক্ষা করি। আওয়ামী লীগ তো বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় আসেনি। জনগনের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে। আওয়ামী লীগের কাজ দেশ বিক্রি নয়, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা।’

গঙ্গা ব্যারাজ নিয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘পানি সম্পদ মন্ত্রণালয়ের করা ব্যারাজের ডিজাইন ও সমীক্ষা সম্পূর্ণ ভুল। তাই আমি ডিজাইন ও সমীক্ষা নাকচ করে দিয়েছি। গঙ্গা ব্যারাজ আমাদের জন্যে করা ঠিক হবে না। এটা আমাদের জন্যে আত্মঘাতী হবে।’

শেখ হাসিনা বলেন, ‘গঙ্গা ব্যারাজ নয় ভারতের সঙ্গে যৌথ খরচে ওয়াটার রির্জাভার করব। নদী খনন করে পানি ধরে রাখব। পাংশায় আমার মূল নদীর স্রোতের মধ্যে একখানা ব্যারেজ দিয়ে তারপর পানি পানি করে কানতে হবে আমাদের। এটা আমরা করতে রাজি না। ভারতের সঙ্গে যখন গঙ্গার পানি চুক্তি করি, তখনই আমি বলেছিলাম, আমরা একটা ব্যারেজ করব, গঙ্গা ব্যারেজ, সেই ব্যারেজটা হবে ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে এবং যৌথভাবে। এমনভাবে এটা তৈরি করা হবে যেন দুটি দেশের মানুষ এটা ব্যবহার করতে পারে।’

তিস্তা চুক্তি হবে কী না সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘তিস্তা চুক্তি হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ব্যাপারে আমাদের আশ্বস্ত করেছেন।’

ভারতের সঙ্গে করা প্রতিরক্ষা সমঝোতা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘এটি নিয়ে এত আলোচনা-সমালোচনা কেন আমি বুঝতে পারছি না। এই প্রতিরক্ষা চুক্তি নিয়ে যারা এত কথা বলে আমার প্রশ্ন চীনের সঙ্গে এই চুক্তি প্রথমে কে করেছিল। আপনারা কি তা জানেন? এই চুক্তিতে কি আছে তাও কি আজ পর্যন্ত আপনারা জানেন। তাছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পৃথিবীর ১৩টি দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি প্রক্রিয়াধীন।’

তিনি বলেন, ‘প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে ভারতের সঙ্গে ৫০ কোটি ডলারের ঋণচুক্তি করা হয়েছে, সে টাকায় ভারতের কাছ থেকে অস্ত্র কিনতে হবে- এমনটি নয়। এ ক্ষেত্রে বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে। আমরা অনেক কিছু পাকিস্তান থেকেও কিনি।’

প্রসঙ্গত, গত শনিবার ভারতের সঙ্গে ৩৫ টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ। এর একটি হলো ভারতের সঙ্গে চার হাজার কোটি ডলার সমমূল্যের ৫০ কোটি ডলারে ঋণচুক্তি।

শেখ হাসিনা বলেন, ‘চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে যারা সন্দেহ করেন, তারা করবেনই। কিন্তু যেখানে আমি আছি সেখানে দেশের স্বার্থবিরোধী কিছু আমি বেঁচে থাকতে হবে না। দেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ। দেশের প্রতিরক্ষা খাতে সব উন্নতিও করেছে আওয়ামী লীগ। আমরা দেশের ক্ষতি করবো, এটা কোনও কথা নয়।’

/পিএইচসি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা