X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আদালত এলাকায় কোনও কথাই বললেন না তাহমিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৭, ১৩:৩৮আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ১৪:৩২

তাহমিদ হাসিব খান (ফাইল ফটো) গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় তথ্য গোপনের অভিযোগে করা মামলায় খালাস পাওয়ার পর আদালত প্রাঙ্গণে কোনও কথাই বললেন না কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ হাসিব খান।

রাজধানীর ভাটারা থানায় তাহমিদের বিরুদ্ধে নন প্রসিকিউশন মামলাটি দায়ের করে পুলিশ। রবিবার ঢাকা মহানগর হাকিম মো. মাহমুদুল হাসান মামলার একমাত্র আসামি তাহমিদ হাসিব খানকে খালাস দেন।

আদালত প্রাঙ্গণে প্রত্যক্ষদর্শী অ্যাডভোকেট মাহবুবুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রায় ঘোষণার আগে কয়েকজন আত্মীয় স্বজনের সঙ্গে আদালতে আসেন তাহমদি হাসিব খান। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় দাঁড়ানো ছিলেন। আদালতের রায় ঘোষণা শেষে তাহমিদ দ্রুত আদালত প্রাঙ্গন ত্যাগ করেন। এ সময় সাংবাদিকরা তাহমিদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি কোনও কথা না বলেই দ্রুত আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।’

এদিকে, তাহমিদের বিষয়ে কোনও কথা বলেননি তার এক আইনজীবী মাসুদ আরিফ ভুঁইয়া। মোবাইল ফোনে মাসুদ আরিফ ভুঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

অন্যদিকে, রায় ঘোষণার পর তাহমিদের অপর আইনজীবী মো. মতিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ যে অভিযোগ করেছিল তা প্রমাণে ব্যর্থ হওয়ায় আদালত আসামিকে খালাস দিয়েছেন।’

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের জুলাইয়ে  হলি আর্টিজানে হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় তাহমিদকে গ্রেফতার করা হয়। পরে তাকে ৫৪ ধারা থেকে অব্যহতি দেওয়া হয়।  এরপর তার বিরুদ্ধে পুলিশকে অসহযোগিতা করার অভিযোগ আনা হয়।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার জি-ব্লকের একটি বাসা থেকে তাহমিদকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়। পরবর্তীতে ‘সংশ্লিষ্টতা না পাওয়ায়’ ২৮ সেপ্টেম্বর তাহমিদ হাসিব খানকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন এবং সরকারি কর্মচারীর নোটিশের জবাব না দেওয়ায় একটি নন-প্রসিকিউশন মামলা দায়ের করেন।
আরও পড়ুন: খালাস পেলেন তাহমিদ

/এসআইটি/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ