X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

গ্রীন লাইন লঞ্চ দুর্ঘটনার ভিডিও প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৭, ২১:৫৯আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ২২:২৬

  বরিশালে কার্গোর সঙ্গে সংঘর্ষের পর তীরে ভিড়লেও কাত হয়ে পড়েছে এম ভি গ্রীন লাইন ওয়াটার বাসটি

বরিশালের লামছড়ি এলাকা সংলগ্ন কীর্তনখোলা নদীর চরবাড়িয়া পয়েন্টে যাত্রীবাহী এম.ভি. গ্রীন লাইন-২ এবং কার্গো ট্রলারের মুখোমুখি সংঘর্ষের ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে। গ্রিন লাইন ওয়াটার বাসটিতে থাকা এক যাত্রী এই ভিডিও ধারণ করেন। ভিডিওতে কার্গো ট্রলারটি ডুবে যাওয়ার ১ মিনিট ৪ সেকেন্ডের দৃশ্য রয়েছে। কার্গো ট্রলারটি ডুবে গেলেও প্রায় ডুবতে ডুবতে তীরে পৌঁছাতে সক্ষম হয়েছে গ্রীন লাইন লঞ্চটি। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সোলাক নামে একটি আইডি থেকে আপলোড করা ভিডিওতে দেখা যায়, নদীর মাঝামাঝি জায়গায় কার্গো ট্রলারটি ধীরে ধীরে ডুবতে থাকে। এসময় কার্গো ট্রলারে থাকা লোকজন নদীতে ঝাঁপিয়ে পড়ে। এছাড়া নদীতেও বেশ কয়েকজনকে ভাসতে দেখা যায়। তবে ভিডিওধারণকারী গ্রীন লাইন লঞ্চটিতে থাকায় তখনও লঞ্চটি যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা বুঝতে পারেননি বোঝা যায়। তবে লঞ্চের ক্রুদের ছোটাছুটি করতে দেখা যায় ওই ভিডিওতে।

ধীরে ধীরে ডুবছে

জানা গেছে, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গিয়েছিল গ্রীন লাইন-২। এই লঞ্চে থাকা ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সরদার এম মহিউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের সারেং সামনের ট্রলার দেখতে পায়নি। সংঘর্ষের পর ট্রলারটি পুরোপুরি ডুবে গেছে। তবে আমরা ডোবার আগেই তীরে আসতে পেরেছি সবাই।’

লঞ্চের যাত্রী রিয়াজুল ইসলাম রিয়াজ বাংলা ট্রিবিউনকে জানান, ‘কার্গোটি ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। লামছড়ির ভাঙ্গনকবলিত এলাকা অতিক্রমকালে কার্গোর সঙ্গে দ্রুতগামী লঞ্চটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কার্গোটি ডুবে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা এবং বরিশাল নৌ-বন্দরের পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, একটি কয়লা বোঝাই কার্গোর সঙ্গে গ্রীন লাইনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কার্গোটি ডুবে গেলেও লঞ্চের যাত্রীরা অক্ষত আছেন। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

গ্রীন লাইনের সব যাত্রীদের নামিয়ে সুন্দরবন-১২ লঞ্চে করে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। জাহাজের ক্রুরাও নিরাপদে তীরে পৌঁছেছেন। উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’কে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন বিআইডব্লিটিএ’র বরিশাল বন্দরের নৌ-নিরাপত্তা কর্মকর্তা আজমল হুদা মিঠু।

/টিএন/

 

আরও পড়ুন: ডুবতে ডুবতে তীরে এলো লঞ্চটি

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিএসটির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
জিএসটির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
টসে জিতে বাংলাদেশ বোলিংয়ে
টসে জিতে বাংলাদেশ বোলিংয়ে
শাহজালালে তিন দিন ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা
শাহজালালে তিন দিন ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা
এবার পাথিরানাকে হারালো চেন্নাই
এবার পাথিরানাকে হারালো চেন্নাই
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?