X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

এও স্বাভাবিক গরম!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৭, ১৬:২৯আপডেট : ২২ মে ২০১৭, ১৬:৪৫

তীব্র গরমে স্বস্তি পেতে পানির নিচে, চন্দ্রিমা উদ্যান থেকে তোলা (ছবি- ফোকাস বাংলা) জ্যৈষ্ঠের শুরুতেই অসহনীয় গরমে রাজধানীসহ সারাদেশের মানুষের প্রাণ ওষ্ঠাগত। আবহাওয়া অধিদফতর বলছে, এটা এসময় স্বাভাবিক তাপমাত্রা। জ্যৈষ্ঠ মাসে এর চেয়েও বেশি গরম অনুভূত হয়। এবারের চৈত্র-বৈশাখে ঝড়-বৃষ্টি বেশি থাকায় হুট করে গরমটা বেশি মনে হচ্ছে।
আবহাওয়া পূর্বাভাস বলছে, আগামী আরও তিন-চারদিন তাপমাত্রা এমন বেশি থাকবে। এসময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না। মূলত দেশের বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ।
গরমে বেড়েছে শরবতের বিক্রি, তোপখানা রোড থেকে তোলা (ছবি- ফোকাস বাংলা) আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— চাঁদপুর, মাঈজদীকোর্ট, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে, আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাস প্রতিবেদন অনুযায়ী, মে মাসে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে এক থেকে দু’টি তীব্র এবং অন্যত্র দুই থেকে তিনটি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। রবিবার (২১ মে) যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এ মৌসুমে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রাও ছিল রবিবার, ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র গরমে আরামের খোঁজ পানিতে, কার্জন হল থেকে তোলা (ছবি- ফোকাস বাংলা) আবহাওয়াবিদ আব্দুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত শুক্রবার রাত থেকে তাপপ্রবাহের কারণে অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে। আগামী তিন-চারদিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে।’ বর্তমান তাপমাত্রাকে এই সময়ের স্বাভাবিক তাপমাত্রা উল্লেখ করে তিনি বলেন, ‘মে মাসের শেষের দিকে এর চেয়ে বেশি তাপমাত্রা কখনও ছিল না, এমন নয়।’ তবে এ বছর শীতের শেষে গ্রীষ্মের শুরুতে আবহাওয়া সহনশীল থাকায় হুট করে গরম বেশি অনূভূত হচ্ছে বলেও দাবি করেন তিনি।
এদিকে, চলমান অসহনীয় দাবদাহে নগরবাসীর প্রাণ ওষ্ঠাগত। সোমবার সকালে বিভিন্ন রাস্তায় জ্যামের কারণে সেই গরম আরও এক ধাপ বেড়ে গেছে। নিউরো মেডিসিনের চিকিৎসক গোবিন্দ বণিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হঠাৎ গরম ও দাবদাহের কারণে মাথা ব্যাথা, বমি বমি ভাব বেড়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়।’ এসব থেকে মুক্তি পেতে ঘন ঘন তরল ও হালকা খাবার খাওয়ার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন-

সাত খুন মামলার আপিলের শুনানি শুরু

স্থাপনা থেকে চাকমা রাজা ত্রিদিব রায়ের নাম মুছে ফেলার নির্দেশ

/ইউআই/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৯ মে, ২০২৪)
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?