X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

সকাল থেকেই রাঙামাটি ও বান্দরবানে ফের উদ্ধার অভিযান শুরু

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ জুন ২০১৭, ০৯:৩৬আপডেট : ১৪ জুন ২০১৭, ০৯:৪৩

রাঙামাটিতে পাহাড় ধস

বুধবার সকাল থেকেই বান্দরবান ও রাঙামাটিতে ফের উদ্ধার অভিযান শুরু হয়েছে। রাতের অন্ধকারে উদ্ধার তৎপরতা চালানোর মতো প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় পাহাড় ধসের ঘটনায় উদ্ধার অভিযান মঙ্গলবার সন্ধ্যায় স্থগিত করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যে ভিত্তিতে করা প্রতিবেদনটি করা হলো।

রাঙামাটিতে সকাল ৮টা থেকে উদ্ধার কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা। এছাড়া আজ চট্টগ্রাম ও কুমিল্লা থেকে আসা বিশেষ দলও আসার কথা।

রাঙামাটি শহর ও আশেপাশের এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। শহরের বিভিন্ন জায়গায় রাস্তায় বিদ্যুতে খুঁটি ও গাছপালা পড়ে আছে। মঙ্গলবার বিকাল থেকেই রাঙামাটিতে আর বৃষ্টি হয়নি। উদ্ধার কাজে নিয়োজিত কর্মকর্তারা জানিয়েছেন, আবহাওয়া ঠিক থাকলে দ্রুত সময়ের মধ্যেই কাজ শেষ করা সম্ভব হবে। এখনও বিভিন্ন এলাকায় ১০-১৫ জন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
গত কয়েকদিনে প্রবল বর্ষণের কারণে রাঙামাটি শহরসহ জেলার বিভিন্ন উপজেলায় পাহাড় ধসে কমপক্ষে ৯৮ জন নিহত হয়েছেন। এছাড়া, বান্দরবান ও চট্টগ্রামেও পাহাড় ধসের ঘটনায় নিহত হয়েছেন আরও কমপক্ষে ৩২ জন। সোমবার (১২ জুন) মধ্যরাত থেকে শুরু করে মঙ্গলবার (১৩ জুন) রাত পর্যন্ত  প্রাণহানির এই তথ্য পাওয়া গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নতুন করে কোনও মৃতদেহ উদ্ধারের খবর পাওয়া যায়নি।

কাপ্তাইয়ে পাহাড় ধস  (ছবি- ফোকাস বাংলা)

পাহাড় ধসে রাঙামাটিতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। রাঙামাটির জেলা প্রশাসক মানজুরুল মান্নান মঙ্গলবার জানিয়েছিলেন, উদ্ধার অভিযান বেগবান করতে বুধবার চট্টগ্রাম ও কুমিল্লা থেকে ৮০ জনের বিশেষ একটি উদ্ধার দলের আসার কথা।

পাহাড় ধসের কারণে প্রায় ৩০ কিলোমিটার যান চলাচলের জন্য সম্পূর্ণরূপে অনুপযোগী হয়ে পড়েছে। ফলে ঢাকা ও চট্টগ্রামসহ পার্শ্ববর্তী সব জেলার সঙ্গেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাঙামাটিতে। এ পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ ফিরিয়ে আনা ও পার্শ্ববর্তী জেলাগুলোর সঙ্গে রাঙামাটির যোগাযোগ সচল করাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
এদিকে, সকাল ৮টা থেকে বান্দরবানে ফের অভিযান শুরু হয়েছে। এ জেলায় মা-মেয়েসহ বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার থেকে সেখানে বৃষ্টিপাত না হওয়ায় আবহাওয়া কিছুটা ভালো। তাই দ্রুত উদ্ধার কাজ শেষ করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সবাইকে ভুল প্রমাণ করে দেওয়া ডর্টমুন্ডের লক্ষ্য ওয়েম্বলি জয়
সবাইকে ভুল প্রমাণ করে দেওয়া ডর্টমুন্ডের লক্ষ্য ওয়েম্বলি জয়
পশ্চিম তীরে ৩০ ফিলিস্তিনিকে আটক করলো ইসরায়েল
পশ্চিম তীরে ৩০ ফিলিস্তিনিকে আটক করলো ইসরায়েল
সাবেক ম্যাজিস্ট্রেটের নামে ফেক আইডি, মামলা করতে এসে ধরা
সাবেক ম্যাজিস্ট্রেটের নামে ফেক আইডি, মামলা করতে এসে ধরা
শেষ হলো উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট, চলছে গণনা
শেষ হলো উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট, চলছে গণনা
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?