X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

১৫ জুলাইয়ের মধ্যেই বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধিমালা গেজেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৭, ১২:৫২আপডেট : ০২ জুলাই ২০১৭, ১২:৫৬

আইনমন্ত্রী আনিসুল হক

আগামী ১৫ জুলাইয়ের মধ্যে বিচারিক আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রবিবার (২ জুলাই) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিটে এক সভা শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এর আগে রবিবার সকালে শেষবারের মতো দুই সপ্তাহ সময় বেঁধে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। নির্ধারিত দিনে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দুই সপ্তাহ সময়ের আবেদন জানালে তা মঞ্জুর করে প্রধান বিচারপতি এ কথা বলেন।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে অ্যাটর্নি জেনারেল সময়ের আবেদন দাখিল করেন। প্রধান বিচারপতি জানতে চান কতদিন সময় চাওয়া হচ্ছে। অ্যাটর্নি জেনারেল জানান, দুই সপ্তাহ। তখন প্রধান বিচারপতি বলেন, ‘এটি লাস্ট চান্স।’

এর একঘণ্টা পরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিটে নির্ধারিত অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী জানান, ১৫ তারিখের মধ্যেই গেজেট হবে।

এর আগে দীর্ঘদিন এই গেজেট প্রকাশ নিয়ে একাধিকবার সময় দিয়েছেন সর্বোচ্চ আদালত। বিচারিক আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে গত ১২ ডিসেম্বর তলবও করেছিলেন আপিল বিভাগ।

গত বছরের ৭ নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রণয়ন করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।

প্রসঙ্গত, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।

তিনি আরও বলেন, ‘শৃঙ্খলা বিধি একটা বিধি, যেটা বিচার বিভাগের উপরে যথেষ্ট প্রভাব রাখবে। ফলে খুঁটিনাটি বিষয়গুলো দেখেই করা উচিত যাতে এমন কোনও কিছু না থাকে যেখানে পরে প্রশ্নবিদ্ধ হয়। ফলে এটি সূক্ষ্মভাবে দেখা হচ্ছে। ১৫ জুলাইয়ের মধ্যেই গেজেট হবে।’

/ইউআই/এসটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
মন্ত্রী-এমপির স্বজনদের প্রার্থিতায় নিরুৎসাহের কারণ ব্যাখ্যা করলেন শেখ হাসিনা
মন্ত্রী-এমপির স্বজনদের প্রার্থিতায় নিরুৎসাহের কারণ ব্যাখ্যা করলেন শেখ হাসিনা
জাল সনদে টেলিটকে চাকরি, পদন্নোতির সময় ধরা ৪ কর্মকর্তা
জাল সনদে টেলিটকে চাকরি, পদন্নোতির সময় ধরা ৪ কর্মকর্তা
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি