X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ব্যাহত হচ্ছে মানবতাবিরোধী ট্রাইব্যুনালের বিচার!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৭, ১৪:৪২আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১৪:৪৪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের জন্য গঠিত অন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা এম সানাউল হক।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে তদন্ত সংস্থার ধানমন্ডির কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সানাউল হক বলেন, ‘ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক মারা যাওয়ার পর থেকে বিচার কাজে বেশকিছু বিলম্ব হতে দেখা গেছে।’ জরুরি ভিত্তিতে চেয়ারম্যান নিয়োগ হলে এই স্থবির অবস্থা পরিবর্তন হবে বলেও  মনে করেন তিনি।|
তিনি আরও বলেন, ‘এ সময়ে প্রায় ১০ জনের মতো সাক্ষী ছিল, যাদেরকে ঢাকা থেকে ফেরত পাঠানো হয়।’
তিনি জানান, চেয়ারম্যান মারা যাওয়ার পর থেকে বিচার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। মঙ্গলবার মানবতাবিরোধী  অপরাধের অভিযোগে খুলনার আট আসামির তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়। এই আসামিদের বিরুদ্ধে আনা তদন্ত প্রতিবেদন এদিন প্রসিকিউশনের কাছে  সংস্থার পক্ষ থেকে জমা দেওয়া হবে।

২০১০ সালে মানবতাবিরোধী অপরাধে বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়। এরপর বিচার ত্বরান্বিত করতে দু’বছর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করে সরকার। দুই ট্রাইব্যুনালে শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হয়। ২০১৫ সালে এসে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ পুনর্গঠন করা হয়। একইসঙ্গে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচার কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার।

/ইউআই/ এপিএইচ/

আরও পড়ুন: টাঙ্গাইলে রাজন হত্যা মামলায় ১২ জনের ফাঁসি

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি