X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

পাউবোর এক-তৃতীয়াংশ বাঁধ ক্ষতিগ্রস্ত, তবুও ঝুঁকি নিয়ে লাখো মানুষের বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৭, ২১:০৯আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ২১:১৮

বগুড়ার ধুনটে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছেন বন্যাদুর্গতরা ‘নদীর পানি বাড়তে বাড়তে ঘরত ঢুকছে। ঘরত থাকপার না পায়া বউ-বাচ্চা, ঘরের সামান্য মালামাল ও দুইটা গরু নিয়া বাঁধ আসি আশ্রয় নিছি। দিনে যেমন তেমন, আইত হলে ভয় করে। বাঁধ ভাঙার ভয় তো আছেই, সাথে আছে গরুটা চুরির ভয়।’ গাইবান্ধায় ঘাঘট নদীতে বন্যার কারণে সিংড়িয়া এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে সপরিবারে আশ্রয় নেওয়া নয়া মিয়ার কথা এটা। বন্যার কারণে এমন দুর্ভোগে পড়েছেন নয়া মিয়ার মতো সারাদেশের অসংখ্য মানুষ। বিশেষ করে নদীবর্তী নিম্নাঞ্চলগুলো পুরোপুরি নিমজ্জিত হওয়ায় আশেপাশের বন্যা নিয়ন্ত্রণ বাঁধই এখন টিকে থাকার ভরসা সাধারণ মানুষের। সারা দেশে এসব বাঁধের ওপরে বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন কয়েক লাখ মানুষ। কিন্তু, বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলোই এখন এমনভাবে ক্ষতিগ্রস্ত যে রাতেই ঘুমই হারাম হয়ে যাচ্ছে আশ্রিতদের।
সরকারি হিসাব বলছে, দেশের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের এক-তৃতীয়াংশই ক্ষতিগ্রস্ত। তবে মাঠ পর্যায়ের মানুষের চোখে এসব বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বেশি। আজ বৃহস্পতিবার সংসদীয় কমিটির বৈঠকে পানিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা ও অতিবৃষ্টির কারণে সারাদেশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন ১৯শ’ কিলোমিটার বাঁধের এক-তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং অনুপম শাহজাহান জয়।
সিরাজগঞ্জে পাউবোর ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করছেন স্থানীয় কর্মকর্তারা পরে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে সারাদেশে চলমান বন্যা পরিস্থিতি, পানিসম্পদ মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহের বাস্তবায়নের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এসময় জানানো হয়, সারাদেশে চলমান বন্যায় ২২টি জেলা প্লাবিত, ৩২ লাখ লোক ক্ষতিগ্রস্ত এবং ৫০ জনের মৃত্যু হয়েছে।
কমিটি বাঁধের খোঁজ নিতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়, তাদের ১৯শ’ কিলোমিটার বাঁধের এক-তৃতীয়াংশ এবারের বন্যা ও অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় দেশের বিভিন্ন স্থানে কোন বাঁধ কী অবস্থায় আছে, কোন বাঁধের ওপর স্থায়ী বসতি তৈরি হয়েছে, তার একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।
ওই বৈঠকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ড্রেজার পরিদফতরের কার্যক্রমকে ঢেলে সাজানোর অংশ হিসেবে প্রশিক্ষণ দেওয়ার সুপারিশ করে সংসদীয় কমিটি।
বৈঠকে বাংলাদেশের প্রতিটি নদীতে পানির প্রবাহ চলমান রাখার জন্য ড্রেজিং মাস্টার প্ল্যানের আওতায় একটি গাইড লাইন প্রণয়নের সুপারিশ করা হয়।

আরও পড়ুন-

নওগাঁয় বন্যার পানি ডুবে কৃষকের মৃত্যু

বসতভিটায় পানি, ডিমলার ৩৩ পরিবার এখনও বাঁধে
/ইএইচএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী