X
সোমবার, ২৭ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যা করেছে তুরস্ক তাতে অভিভূত: ফার্স্ট লেডি এমিন এরদোয়ান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০৮আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৩৭

রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যা করছে তা অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান। তিনি জানিয়েছেন, রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে তুরস্কের সহায়তা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গাদের নিবন্ধিত ক্যাম্প ও অস্থায়ী ক্যাম্পগুলো পরিদর্শন করে তিনি এ মন্তব্য করেছেন। এসময় তার সঙ্গে ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুট ক্যাভুফোগলু ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।
রোহিঙ্গা-ক্যাম্প পরিদর্শনে তুরস্কের ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারে অব্যাহত নির্যাতনের কারণে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করতে আজ দুপুরে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুট ক্যাভুফোগলু। এরপর তারা দুপুর দেড়টার দিকে উখিয়ার কুতুপালংয়ে পৌঁছে রোহিঙ্গাদের নিবন্ধিত ক্যাম্প ও অস্থায়ী ক্যাম্পগুলো পরিদর্শন করেন। কাদামাটিতে প্রায় দুই কিলোমিটার এলাকা পায়ে হেঁটে ক্যাম্পগুলো সরেজমিনে দেখেন তারা। এসময় রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের সঙ্গে তারা কথা বলেন এবং তাদের দেশত্যাগের কারণ, দুর্ভোগ, নির্যাতনের বর্ণনা শোনেন।

টানা দেড় ঘণ্টার এই পরিদর্শন শেষে সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে তুরস্কের ফার্স্ট লেডি বলেন, ‘রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যা করছে তা অত্যন্ত প্রশংসনীয়। এই মানবিক বিপর্যয় থেকে রোহিঙ্গাদের রক্ষা করতে তুরস্ক বরাবর বাংলাদেশের পাশে থাকবে। রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে তুরস্কের সহায়তা অব্যাহত থাকবে।’
এমিন এরদোয়ান আরও বলেন, ‘আমরা ৩০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছি এবং আমরা এ বিষয়ে সচেতন। তুরস্কের প্রেসিডেন্ট রোহিঙ্গা বিষয়ে বিশ্বের বিভিন্ন সংস্থা ও জাতিসংঘের সঙ্গে আলোচনা করছেন। আমরা আমাদের রোহিঙ্গাদের জন্য আর্থিক সহয়তা অব্যাহত রাখবো।’

রোহিঙ্গাদের সঙ্গে কথা বলছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান এসময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুট ক্যাভুফোগলু বলেন, ‘রোহিঙ্গারা অত্যন্ত অমানবিক পরিস্থিতির মধ্যে রয়েছে। বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য যা করছে সেজন্য তুরস্কের পক্ষ থেকে ধন্যবাদ। তুরস্ক রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশের পাশে থাকবে। ভবিষ্যতেও এ সমর্থন অব্যাহত থাকবে।’
রোহিঙ্গাদের প্রতি আমাদের সহমর্মিতা জানাতে এখানে এসেছি, উল্লেখ করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গারা নিজ দেশে আক্রমণের শিকার হচ্ছেন। তাদের সহায়তা দেওয়া আমাদের প্রয়োজন।’

কুতুপালং ক্যাম্প পরিদর্শন করে বাংলাদেশের প্রশংসা করে তিনি জানান, বাংলাদেশ সরকারের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে। তুরস্ক এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান খুঁজে বের করতে চায়।

পররাষ্ট্রমন্ত্রী মেভলুট ক্যাভুফোগলু বলেন, ‘প্রেসিডেন্ট এরদোয়ান রোহিঙ্গা সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। আগামী শনিবার কাজাকিস্তানের রাজধানী আস্তানাতে ‘অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রি’র একটি শীর্ষ সম্মেলন হবে। সেখানে রোহিঙ্গা বিষয়ে আলোচনা হবে। এছাড়া দুই সপ্তাহ পর জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের আলোচনার সাইডলাইনে রোহিঙ্গা বিষয়ে একটি বৈঠক হবে। যেখানে জাতিসংঘের বর্তমান মহাসচিব, সাবেক মহাসচিব কফি আনান, পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষ নেতাদেরকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।’

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান মিয়ানমারের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট মিয়ানমারের নেত্রী অং সান সুচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আমরা তাদের প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছি।’

তাদের উত্তর কি ছিলো জানতে চাইলে তিনি বলেন, ‘তারা আমাদের জানিয়েছে তাদের কিছু সমস্যা আছে। কিন্তু সহিংসতার যেসব ভিডিও তাদের দেখানো হয়েছে সেগুলো তারা অস্বীকার করেছে।’

সব শেষে তিনি বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে আমাদের এর সমাধান খুঁজে বের করা দরকার।’

রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন শেষে আজই তারা নিজস্ব বিমানে ঢাকায় ফিরে আসছেন। পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুট ক্যাভুফোগলু।

আরও পড়ুন: 

৩ লাখ রোহিঙ্গার বাংলাদেশে পালিয়ে আসার আশঙ্কা

 

/এসএসজেড/এমও/টিএন/
সম্পর্কিত
ভূমিধস আতঙ্কে রোহিঙ্গারা, ক্যাম্পে বাড়তি সতর্কতা
আবারও রোহিঙ্গাদের ‘বাঙালি টেরোরিস্ট’ ট্যাগ
রাখাইনে নতুন সংঘাতে উদ্বাস্তু দুই লাখএপারে অস্থিরতায় দিন কাটছে স্বজনদের 
সর্বশেষ খবর
‘গম্ভীর বলেছিলেন, আমরা ট্রফি উঁচিয়ে ধরলেই সবচেয়ে বেশি খুশি হবো’
‘গম্ভীর বলেছিলেন, আমরা ট্রফি উঁচিয়ে ধরলেই সবচেয়ে বেশি খুশি হবো’
যুক্তরাজ্যের এমপি হতে লেবারের হয়ে লড়বেন আরেক ব্রিটিশ বাংলাদেশি
যুক্তরাজ্যের এমপি হতে লেবারের হয়ে লড়বেন আরেক ব্রিটিশ বাংলাদেশি
ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চট্টগ্রামের ১২ হাজার মানুষ
ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চট্টগ্রামের ১২ হাজার মানুষ
ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ দুদকে
ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ দুদকে
সর্বাধিক পঠিত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ