X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

আরও ৮ দলের সঙ্গে ইসি’র সংলাপের সময়সূচি নির্ধারণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৪

নির্বাচন কমিশন নতুন করে আরও আটটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ নিয়ে নিবন্ধিত ২৮টি রাজনৈতিক দলের সময় নির্ধারণ করা হলো। এর মধ্যে ১২টি দলের সঙ্গে সংলাপ এরই মধ্যে শেষ হয়েছে। বাকি ১৬টি দলের সঙ্গে সংলাপ শেষ হবে আগামী ৪ অক্টোবরের মধ্যে। তবে ররিবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সংলাপের সময়সূচি নির্ধারণ করেনি কমিশন।
ইসি সূত্রে জানা গেছে, নতুন আরও আটটি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের সময় নির্ধারণ করেছে ইসি। এই সূচি অনুযায়ী, আগামী ২ অক্টোবর সকাল ১১টায় বাংলাদেশ মুসলিম লীগ ও একইদিন বিকাল ৩টায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে সংলাপে বসবে ইসি। এর একদিন পর ৪ অক্টোবর সংলাপ হবে বাংলাদেশ তরিকত ফেডারেশন ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সঙ্গে। পরদিন ৫ অক্টোবর বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও জাকের পার্টির সঙ্গে এবং ৮ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে সংলাপে বসবে ইসি।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা নতুন করে আটটি দলের সংলাপের সময় নির্ধারণ করেছি। এই সংলাপ চলাকালে অন্য দলগুলোর সঙ্গে সংলাপের তারিখও চূড়ান্ত করবো। আমরা আগামী মাসের (অক্টোবর) মধ্যে সবার সঙ্গে সংলাপ শেষ করতে চাই।’
সোমবার দুই দলের সঙ্গে সংলাপ
নির্বচন কমিশনের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল সোমবার (১৮ সেপ্টম্বর) দুই দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। এদিন সকাল ১১টায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) ও বিকাল ৩টায় প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) সঙ্গে সংলাপে বসবে তারা।

/ইএইচএস/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট