X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আতপ চালে অনীহা!

বাংলা ট্রিবউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫৫

খোলা বাজারে পণ্য বিক্রি চলছে, ফাইল ছবি খোলাবাজারে কম দামে আটা কিনতে এসেছেন ফাতেমা। বেশি দামে আতপ চাল কিনে ঠকেছেন,তাই আজ (সোমবার) দুই কেজি আটা কিনবেন। তিনি  বলেন, ‘আতপ চাল তাই কিনছি না। এ চাল খাওয়ার অভ্যাস নেই, তাই সিদ্ধ চাল কিনবো বাজার থেকে। দুই কেজি আটা কিনেই বাসায় ফিরে যাবো।’

খোলাবাজারে চাল বিক্রির দ্বিতীয় দিনে একই অবস্থা দেখা গেছে বাংলামোটর,পান্থপথ,বংশাল মোড়সহ রাজধানীর বিভিন্ন স্থানে।

বাংলামোটর খোলা বাজারে ট্রাকের সামনে আটা কেনার অপেক্ষায় রিকশা চালক নুরল ইসলাম বলেন, ‘অনেকেই জানেন না কম দামে চাল পাওয়া যাচ্ছে। আমার কথা শুনে আরও কয়েজন আজ চাল ও আটা নিয়েছেন। তবে সবাই তারা আটা কিনেছেন। দ্বিগুণ দামে তারা কেউ আতপ চাল কিনবেন না।’

সম্প্রতি সব ধরনের চালের দাম কেজিতে ১০ টাকারও বেশি বেড়ে যাওয়ায় সরকার পরিস্থিতি সামাল দিতে রবিবার থেকে (১৭ সেপ্টেম্বর) খোলা বাজারে চাল বিক্রি শুরু করেছে। রাজধানীর ১০৯ জায়গায় ট্রাকে ৩০ টাকায় আতপ চাল এবং আটা ১৭ টাকা কেজি দরে বিক্রি করছে খাদ্য মন্ত্রণালয়। গত বছর খোলা বাজারে সরকার চাল বিক্রি করেছে ১৫ টাকায়। এবার বিক্রি করছে দ্বিগুণ দামে।

নুরুল আরও বলেন, ‘বেশি দামে সিদ্ধ চাল কিনবো। পিঠা খাওয়ার জন্য পরে পাঁচ কেজি আতপ চাল কিনে রাখবো।’ 

খোলা বাজালে পণ্য বিক্রির প্রথমদিন রাজধানীতে সব ডিলার মাঠে না থাকলেও আজ প্রায় অনেক জায়গায় ট্রাক সেলে চাল, আটা বিক্রি করতে দেখা গেছে। তবে জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবারও খোলা বাজারে চাল বিক্রি হয়নি। রবিবার ওসমানী উদ্যানের সমানে কয়েক মুহূর্ত ট্রাক থামালে পরে তা চলে যায়।

গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ দামে ওএমএস’র চাল বিক্রির ব্যাপারে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম রবিবার জানিয়েছিলেন, ‘গত বছর যখন ওএমএস চালু করা হয়, তখন বাজারে প্রতি কেজি চালের দাম ছিল ৩০ টাকা। তাই নিম্ন আয়ের মানুষের জন্য ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়েছে। এখন বাজারে প্রতি কেজি চালের দাম ৪৫ টাকা। তাই দাম বাড়ানো হয়েছে।’

এ ব্যাপারে খাদ্যমন্ত্রী সোমবার বাংলা ট্রিবিউনকে বলেন,‘এক সপ্তাহ পর পাবলিক এ আতপ  চালের জন্য হুমড়ি খেয়ে পড়বে। কারণ যে আতপ  চাল দিচ্ছি তা সিদ্ধ চালের চেয়ে ভালো।’

 

আরও পড়ুন: এক সপ্তাহ পর পাবলিক আতপ চালের জন্য হুমড়ি খেয়ে পড়বে: খাদ্যমন্ত্রী

 

  

 

/এসএমএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড