X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সু চি সেনাবাহিনীর নীতির বাইরে গিয়ে কিছু বলেননি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩৬

মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান নেতা অং সান সু চি

মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র ভাষণ হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। তাদের মতে, সমিরিক বাহিনীর নীতির বাইরে গিয়ে সু চি কোনও কথা বলেননি।

এ বিষয়ে জানতে চাইলে মিয়ানমারে বাংলাদেশের সাবেক ডিফেন্স অ্যাটাশে মোহাম্মদ শহীদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি হতাশ, কিন্তু আশ্চর্য হইনি।’

তিনি বলেন, ‘সামরিক বাহিনী যে দমন নীতি অনুসরণ করেছে সেটির বিষয়ে তার বক্তব্য খুবই অস্পষ্ট। আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যু নিয়ে কড়া সমালোচনা চলছে। তবে মিয়ানমারের সংখ্যাগরিষ্ঠরা দেশটির অভ্যন্তরে রোহিঙ্গা নির্যাতনকে সমর্থন করে।’

মিয়ানমার বিষয়ে অভিজ্ঞ এই বিশ্লেষক বলেন,‘দেশটির সংখ্যাগরিষ্ঠরা অত্যন্ত একগুঁয়ে। আর তাই সংখ্যাগরিষ্ঠ মানুষকে খুশি করতে যা করার দরকার সেটাই করেছেন সু চি।’

নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আব্দুর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন,‘সু চি বলেছেন, তিনি আন্তর্জাতিক চাপকে ভয় পান না।’

তিনি মনে করেন, সু চি একটি মিশ্র বক্তব্য দিয়েছেন। যার মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গন এবং সামরিক বাহিনীকে খুশি রাখার চেষ্টা করেছেন। মিয়ানমারের সংখ্যাগরিষ্ঠ মানুষ যা শুনতে পছন্দ করে সু চি তাই বলেছেন। সু চি তার বক্তব্যে মানবাধিকার লঙ্ঘন, রোহিঙ্গাদের পালিয়ে যাওয়া ইত্যাদি বিষয়গুলো বলেছেন। যা দেখে মনে হয় তিনি কিছুটা সরে এসেছেন।’

তিনি বলেন, ‘আমি এটিকে সূচনা হিসেবে দেখছি। যার মাধ্যমে হয়তো কূটনৈতিক প্রয়াসের মাধ্যমে একটি জায়গায় উপনীত হওয়া যাবে।’

এ বিষয়ে জানতে চাইলে সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘সু চি তার বক্তব্যে বলেছেন সামরিক অভিযান ৫ সেপ্টেম্বর বন্ধ হয়েছে। কিন্তু এটি সঠিক তথ্য নয়।’

তিনি বলেন, ১৩ সেপ্টেম্বর ৪০ জনের বেশি রাষ্ট্রদূত রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য কক্সবাজার সীমান্তে গেলে তারা স্বচক্ষে মিয়ানমার সীমান্তে আগুন ও ধোঁয়া উড়তে দেখেছেন। যদি অভিযান বন্ধই হয়ে থাকবে, তবে আগুন ও ধোঁয়া কোথা থেকে এলো?

তিনি বলেন, ‘সু চি বলেছেন, রাখাইনে মুসলিমদের শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা আছে। যা ঠিক নয়, কারণ ২০১২ সালের পর থেকে মুসলিমদের জন্য এসব সুবিধা অত্যন্ত সীমিত করে দেওয়া হয়।’

৫০ শতাংশ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে গেছে―এ তথ্যের বিষয়ে তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশে আট লাখ রোহিঙ্গা আছে। এটি যদি ৫০ শতাংশ হয়ে থাকে, তবে মোট রোহিঙ্গার সংখ্যা হওয়া উচিত ১৬ লাখ। কিন্তু মিয়ানমারের দেওয়া তথ্য অনুযায়ী, রাখাইনে মোট রোহিঙ্গার সংখ্যা ১১ লাখ।’

বক্তব্যে সেনাদের প্রসঙ্গ এড়িয়ে গেছেন সু চি: এইচআরডব্লিউ

এখনও বালুতে মাথা গুঁজে রেখেছেন সু চি: অ্যামনেস্টি

সব ধর্মের মানুষকে রক্ষার প্রতিশ্রুতি সু চির

/এসএসজেড/এসটি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রী দেশের পথে
প্রধানমন্ত্রী দেশের পথে
সুঁই-সুতোয় ‘স্বপ্ন বুনছেন’ ভোলার আমেনা খানম
সুঁই-সুতোয় ‘স্বপ্ন বুনছেন’ ভোলার আমেনা খানম
ভিজিএফের চাল না পাওয়া উপকারভোগীদের মানববন্ধনে হামলা
ভিজিএফের চাল না পাওয়া উপকারভোগীদের মানববন্ধনে হামলা
রাফাহ শহরে নতুন করে  ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
রাফাহ শহরে নতুন করে ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ