X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

এই মেয়াদেই তিস্তা চুক্তির কথা মনে করিয়ে দেওয়া হলো সুষমাকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৭, ২০:০২আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ০০:১১

বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জয়েন্ট কনসালটেটিভ কমিশনের চতুর্থ বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত এপ্রিলে বলেছিলেন, আওয়ামী লীগ ও বিজেপির বর্তমান সরকার ক্ষমতায় থাকার সময়ই তিস্তা চুক্তি স্বাক্ষর হবে। ভারতীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য দিল্লিকে মনে করিয়ে দিয়েছে ঢাকা।
রবিবার (২২ অক্টোবর) বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জয়েন্ট কনসালটেটিভ কমিশনের চতুর্থ বৈঠকের শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ৮ এপ্রিল বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বর্তমান সরকারের আমলেই তিস্তা চুক্তি সই হবে। বৈঠকে আমরা বিষয়টি ভারতকে মনে করিয়ে দিয়েছি।’ তিস্তা চুক্তি সই করাসহ যৌথ নদীর পানিবণ্টন নিয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে বলে জানান তিনি।
পানিসম্পদ দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করার নিয়ামক হিসেবে কাজ করতে পারে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গঙ্গা পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার নিমিত্তে একটি ফিজিবিলিটি স্টাডি করার জন্য আমরা ভারতের কারিগরি ও আর্থিক সহায়তা চেয়েছি।’
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তার বক্তব্যে পানিবণ্টনের চুক্তি নিয়ে কোনও মন্তব্য না করে বলেন, ‘যখন আমরা বিভিন্ন বিষয়ে অগ্রগতি নিয়ে আলোচনা করছি, সেই সময়ে আমরা জানি, আমাদের মধ্যে কিছু অমীমাংসিত বিষয় আছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এগুলো সমাধানের জন্য আমরা কাজ করছি।’
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারত গত চার দশক ধরে কিস্তা পানিবণ্টন চুক্তি নিয়ে আলোচনা করছে। ২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর ঢাকা সফরের সময়ে তিস্তা চুক্তি সইয়ের কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চরম বিরোধিতার কারণে এটি স্বাক্ষর করা সম্ভব হয়নি।
আরও পড়ুন-
যারা রাখাইন থেকে এসেছে তাদের ফেরত যেতে হবে: সুষমা স্বরাজ

মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ রয়েছে: সুষমাকে প্রধানমন্ত্রী

খালেদা-সুষমা বৈঠক: বাংলাদেশে গণতান্ত্রিক সরকারের প্রত্যাশা ভারতের

খালেদার সঙ্গে সুষমার বৈঠককে গুরুত্ব দিচ্ছে না আ.লীগ

/এসএসজেড/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারত সিরিজে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির খোঁজে বাংলাদেশ
ভারত সিরিজে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির খোঁজে বাংলাদেশ
ফিতরা-জাকাতের নামেও প্রতারণা
ফিতরা-জাকাতের নামেও প্রতারণা
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
রান্নাঘরের অসহনীয় গরম থেকে বাঁচার ১০ উপায়
রান্নাঘরের অসহনীয় গরম থেকে বাঁচার ১০ উপায়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই