X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নিরীহ মানুষকে শাস্তি দিতে পারে না মিয়ানমার: প্রধানমন্ত্রীকে সুষমা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ অক্টোবর ২০১৭, ২০:৩০আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ০২:৫৬

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন। তিনি তখন বলেন, ‘সন্ত্রাস দমন অভিযানে মিয়ানমার নিরীহ মানুষকে শাস্তি দিতে পারে না। মিয়ানমারকে অবশ্যই তাদের বিপুলসংখ্যক নাগরিককে ফেরত নিতে হবে।’

রবিবার (২২ অক্টোবর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এরপর সুষমা স্বরাজের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘মিয়ানমার সন্ত্রাসীদের শাস্তি দিতে পারে, নিরীহ মানুষকে নয়।’

দুই দেশের যৌথ পরামর্শ কমিশনের (জেসিসি) বৈঠকে যোগ দিতে রবিবার দুই দিনের ঢাকা সফরে এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তিনি মনে করেন, রোহিঙ্গাদের আগমন বাংলাদেশের জন্য একটি বিরাট বোঝা। তার ভাষ্য,‘যারা দুস্কৃতিকারী ও সন্ত্রাসী তাদের শাস্তি দিতে পারে মিয়ানমার। কিন্তু সাধারণ জনগণ কেন এর ভুক্তভোগী হবে?’

রাখাইনের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসারও আহ্বান জানান সুষমা স্বরাজ। ভারত রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায় বলে জানান তিনি। তার কথায়, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে বলেছেন— আন্তর্জাতিক অঙ্গনে আপনার (সু চি) যে ভাবমূর্তি আছে, সেটি ধ্বংস করবেন না।’

মিয়ানমার থেকে ২৫ আগস্টের পর শরণার্থীদের আগমন ও তাদের সার্বিক অবস্থা ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তখন বলেন, ‘রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়েছি। মিয়ানমারের সঙ্গে আমাদের কূটনৈতিক যোগাযোগ রয়েছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল (সোমবার) মিয়ানমার যাচ্ছেন।’

এ সময় মুক্তিযুদ্ধে ভারতের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন প্রধানমন্ত্রী। এছাড়া ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরবর্তী সময়ে দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানার পাশে ভারতের দাঁড়ানোর কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বতর্মান অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়াবলী নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও শেখ হাসিনার কাছে উল্লেখ করেন তিনি। এর মধ্যে রয়েছে লাইন অব ক্রেডিট (এলওসি) নিয়ে বাস্তবায়ন হওয়ার কথা প্রকল্পগুলোর দেরি প্রসঙ্গ।

পাকবাহিনীর আত্মসমর্পণের দলিল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সুষমা স্বরাজ (ছবি: ফোকাস বাংলা)

পরে শেখ হাসিনার হাতে মুক্তিযুদ্ধের স্মারকচিহ্ন তুলে দেন সুষমা স্বরাজ। ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের দলিলের মূল কপি এবং মুক্তিযুদ্ধে ব্যবহৃত ৩৮ ইঞ্চি সার্ভিস রিভলভার প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি।

বৈঠকের শুরুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ প্রধানমন্ত্রীর কাছে জাতীয় জাদুঘরের জন্য একাত্তরের মুক্তিযুদ্ধের বিভিন্ন ধরনের ঐতিহাসিক স্মারক ও দলিল হস্তান্তর করেন। এর মধ্যে রয়েছে— একটি এমআই ফোর হেলিকপ্টার, দুটি পিটি ৭৬ ট্যাংক, ২৫টি সমরাস্ত্র।

এছাড়াও আছে অরিজিন্যাল সারেন্ডার সার্টিফিকেটের কালার কপি, রিফিউজি রিলিফের অরিজিন্যাল পোস্টাল স্ট্যাম্প, অরিজিন্যাল রিফিউজি রিলিফের পোস্টাল স্টেশনারি, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে বিতরণের জন্য বিমান থেকে ফেলা লিফলেট, ইন্ডিয়ান আর্মি ইউনিটের ওয়ার ডায়েরির কপি, ইন্ডিয়ান আর্মির অ্যাকশন রিপোর্টের কপি, যুদ্ধকালীন মানচিত্রের সফট ও হার্ড কপি, আর্কাইভাল অডিও ক্লিপিংস ও রেকর্ডিংয়ের কপি, যুদ্ধের আলোকচিত্র, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কিত প্রামাণ্যচিত্র, ইন্ডিয়ান আর্মির যুদ্ধের ভিডিও ক্লিপিংস, বই, যুদ্ধকালীন ভারতীয় সংবাদপত্রের কপি, জেলা ওয়ারি রিফিউজি ক্যাম্পের তালিকা প্রভৃতি।

বৈঠকে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী ও পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক উপস্থিত ছিলেন। এ সময় ভারতের পক্ষে ছিলেন দেশটির পররাষ্ট্র সচিব ড. জয় শংকর ও বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা।

সূত্র: বাসস

আরও পড়ুন-

এই মেয়াদেই তিস্তা চুক্তির কথা মনে করিয়ে দেওয়া হলো সুষমাকে

খালেদা-সুষমা বৈঠক: বাংলাদেশে গণতান্ত্রিক সরকারের প্রত্যাশা ভারতের

খালেদার সঙ্গে সুষমার বৈঠককে গুরুত্ব দিচ্ছে না আ.লীগ

/পিএইচসি/এএম/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বনানীতে যাত্রীবাহী বাসে আগুন
বনানীতে যাত্রীবাহী বাসে আগুন
কোটি টাকার আইসসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল রিমান্ডে
কোটি টাকার আইসসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল রিমান্ডে
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
হেলিকপ্টারের সিটে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
হেলিকপ্টারের সিটে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম