X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

রাস্তায় নেই গণপরিবহন, প্রাইভেটকার আর রিকশায় জট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৭, ১৩:০৯আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১৩:৩৯

গণপরিবহনের না থাকলেও রাস্তায় যানজট আছে

রাজধানী ঢাকার ভেতরের রাস্তায় আজ রবিবার গণপরিবহন নেই বললেই চলে। সকালে রাস্তায় কিছু গণপরিবহন দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা উধাও হয়ে যায়। বেলা ১১টার পর রাস্তাগুলো প্রাইভেটকার ও রিকশার দখলে চলে যায়।  বিএনপির জনসভাকে কেন্দ্র রাস্তার পরিস্থিতি কী হবে সেই শঙ্কায় অনেক বাস মালিকই গাড়ি নামাননি বলে দাবি করেছেন গাড়ি চালকরা। তবে মালিক সমিতি বলছে, অন্যান্য দিনের মতো আজও রাস্তায় গণপরিবহন রয়েছে।

এদিকে, গাজীপুর, আশুলিয়া ও নারায়ণগঞ্জের মহাসড়কে ঢাকামুখী যানবাহনগুলো আটকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে আমাদের জেলা প্রতিনিধিরা। অনেক স্থানে আবার গাড়ি চলাচলও বন্ধ রয়েছে। এছাড়া অন্যান্য দিনের মতো আজ রাস্তায় যানবাহনের সংখ্যাও অনেক কম বলে জানা গেছে।    

রাস্তার একপাশ ফাঁকা, অন্যপাশে জট

রাজধানী ঘুরে দেখা গেছে, বিভিন্ন রাস্তায় প্রাইভেটকারের সারি। বেশকিছু পয়েন্টে গাড়িগুলোকে যানজটে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তবে গণপরিবহনের সংখ্যা হাতে গোনা। ফার্মগেট থেকে মৎস্যভবন পর্যন্ত তীব্র যানজট দেখা গেছে। এমন পরিস্থিতিতে হতে পারে এ শঙ্কায় অফিসগামী লোকজন আগেভাগে অফিসের উদ্দেশে রওনা দেন। ফলে বাসস্ট্যান্ডগুলোয় যাত্রীদের ভিড় নজরে আসেনি।

রাস্তায় নেই গণপরিবহন, প্রাইভেটকার আর রিকশায় জট

বিশেষ পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থা উল্লেখ করে উবার চালক মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজকে সকাল থেকে বসার সুযোগ হয়নি। রাস্তা ফাঁকা থাকায় অনেকগুলো ট্রিপ দিতে পেরেছি। মানুষ আগেই জানে কী ধরনের পরিস্থিতি তৈরি  হতে পারে তাই সাধারণত যারা উবার কম ব্যবহার করে তারাও আজ উবার, পাঠাও দিয়েই কাজ সারছেন। সে কারণে রাস্তায় প্রাইভেট কার বেশি।’

শাহবাগ মোড়ে যানজট

মিরপুর থেকে মতিঝিল অফিস করেন নাসরিন জাহান। তিনি বলেন,  ‘রোজকার মতো আজ বাসস্ট্যান্ডে ভিড় ছিল না। আজ সকালে গাড়ি কম ছিল, মানুষও কম ছিল। বাসে ওঠার পর হেলপারকে বলতে শুনেছি, ১১টার পর আর কোনও ট্রিপ দেওয়া যাবে না। এখন যেহেতু বাসগুলো দিনচুক্তিতে নেন চালকেরা ফলে আধাবেলা চালানোর জন্য বের করবেন না এটাইতো স্বাভাবিক।’

রাজধানীর কোথাও কোথাও দীর্ঘ সময় গাড়িগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সিটি কলেজের ছাত্র রায়হানুল হক। কলাবাগানের সামনে যানজটে অনেকক্ষণ বসে থাকার পর গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেছেন।

রাস্তায় নেই গণপরিবহন, প্রাইভেটকার আর রিকশায় জট

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অন্যবার দেখি ঢাকা পরিবহন শূন্য থাকে। এবার দেখি যোগ হয়েছে নতুন বিষয়। জ্যাম করে রেখে যাত্রা ভঙ্গ করা হচ্ছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসের চালক জানান, তাদের নিষেধাজ্ঞা না থাকলেও এসব দিনে একবেলার বেশি গাড়ি চালানো যায় না। তাই গাড়ি নামানোয় সতর্ক থাকে বেশিরভাগ মালিক। তারা একবেলা গাড়ি চালিয়ে দিনের চুক্তির টাকা তুলতে পারেন না। ফলে এসব দিনে গাড়ি রাস্তায় কম থাকে।  

  রাস্তায় নেই গণপরিবহন, প্রাইভেটকার আর রিকশায় জট

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিদিনের মতোই সড়কে গণপরিবহন রয়েছে। হয়তো যানজটের কারণে ঘাড়িগুলো কোনও কোনও এলাকায় আটকে থাকতে পারে। যান চলাচল স্বাভাবিক রাখতে পরিবহন চালকদের নির্দেশ দেওয়া হয়েছে।’

রাস্তায় নেই গণপরিবহন, প্রাইভেটকার আর রিকশায় জট

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'কারও পক্ষে থেকে আমাদের কাছে কোনও চাপ বা নির্দেশনা নেই। সড়কে আমাদের পর্যাপ্ত যানবাহন রয়েছে।’

 ছবি: নাসিরুল ইসলাম

আরও পড়ুন:

গাজীপুরে ঢাকামুখী গণপরিবহন বন্ধ, বিএনপির ২৯ নেতা-কর্মী আটক

সাভারে পথে পথে বাধা, আটক বিএনপির ১৮ নেতাকর্মী

/এআরআর/ইউআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাইসেন্সবিহীন টিভি চ্যানেল বন্ধে কার্যক্রম শুরু
লাইসেন্সবিহীন টিভি চ্যানেল বন্ধে কার্যক্রম শুরু
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?