X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ইজতেমায় অংশ নাও নিতে পারেন মাওলানা সা’দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৮, ১২:০১আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ১৩:৫৩

মাওলানা সা`দ

দিল্লির নিজামুদ্দিন মারকাজের মুরব্বি মাওলানা সা’দ কান্ধলভির টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া নিয়ে তাবলিগ জামাতপন্থীরা বিভক্ত হয়ে পড়েছেন। সা’দকে ঠেকানোর ঘোষণা দিয়েছেন কওমিপন্থীরা। তিনি ইজতেমায় অংশ নেবেন কিনা সেব্যাপারে কোনও সিদ্ধান্ত নিতে চাচ্ছে না সরকার। বরং বিষয়টি দিল্লির এই মুরব্বির ওপরই ছেড়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় মাওলানা সা'দ ইজতেমায় অংশ নাও নিতে পারেন বলে আইনশৃঙ্খলা বাহিনীসহ একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘দিল্লির নিজামুদ্দিন মারকাজের মুরব্বি মাওলানা সা’দ কান্ধলভি টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নেবেন কিনা সেই সিদ্ধান্ত নেবে সরকার। আমাদের দায়িত্ব হলো তাকে নিরাপত্তা দেওয়া।’

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে বাংলা ট্রিবিউনকে তিনি এই কথা বলেন। তাবলিগ জামাতের একাংশ ও কওমিপন্থীরা বিশ্ব ইজতেমায় দিল্লির নিজামুদ্দিন মারকাজের মুরব্বি মাওলানা সা’দ কান্ধলভির অংশগ্রহণ ঠেকাতে মাঠে নেমেছে। এই পরিস্থিতিতে পুলিশের ভূমিকা জানতে চাওয়া হলে ডিএমপি কমিশনার এই কথা বলেন।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘সা'দ বিশ্ব ইজতেমায় যাবেন কি যাবেন না তা উনার বিষয় এবং ইজতেমা আয়োজকদের বিষয়। সরকারের তরফ থেকে দায়িত্ব হচ্ছে তার নিরাপত্তা নিশ্চিত করা। আমরা সেটা করছি যেন কোনও ধরনের বিশৃঙ্খলা না ঘটে। কাকরাইল মসজিদের সামনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও রয়েছেন। যতক্ষণ পর্যন্ত প্রয়োজন এ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।’ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে আইপিএইচ স্কুল অ্যান্ড কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।   

এর আগে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তাবলিগ জামাতের বিরোধপূর্ণ দুই ভাগ একত্র হয়ে যা সিদ্ধান্ত দেবেন আমরা সেটাই শুনবো। আমরা নাক গলাতে চাচ্ছি না। এখানে আমরা কোনও দলের সঙ্গে একত্র হতে চাই না। তাদের ওপর কিছু চাপিয়ে দিতে চাচ্ছি না।’ 

বিশ্ব ইজতেমায় অংশ নিতে বাংলাদেশে আসা মাওলানা সা’দ বর্তমানে রাজধানীর কাকরাইল মসজিদে অবস্থান করছেন। তাকে নিরাপত্তা দিতে মসজিদ ঘিরে রেখেছে পুলিশ। অন্যদিকে, সা’দ বিরোধীরা জাতীয় প্রেসক্লাবে অবস্থান নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তবে বিশ্ব ইজতেমায় মাওলানা সা’দের অংশগ্রহণ ঠেকাতে কওমি মাদ্রাসার ছাত্রদের কাকরাইল মসজিদ ও ইজতেমা মাঠে যাওয়ার নির্দেশ দিয়েছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়ার ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা আবদুল কুদ্দুছ। বুধবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে তিনি জানিয়েছিলেন, ‘মাওলানা সা’দকে কোনও অবস্থাতেই ইজতেমা মাঠে যেতে দেওয়া হবে না। আমাদের কওমি মাদ্রাসার ছেলেরা ইজতেমা মাঠের মঞ্চ পাহারা দেবে। দুই হাজার ছাত্র কাকরাইল মসজিদের সামনে অবস্থান নেবে এবং চার হাজার ইজতেমা মাঠে যাবে।’

রমনা জোনের ডিসি মারুফ হোসেন জোয়ার্দার বাংলা ট্রিবিউনকে জানান, সকাল ১০টার দিকে তাবলীগকর্মীরা প্রেসক্লাবে প্রবেশের চেষ্টা করে। তবে পুলিশ তাদের বাধা দেয় এবং বায়তুল মোকাররম মসজিদের ভেতর ঠেলে দেয়। তারা এখন সেখানেই অবস্থান করছে।

আরও পড়ুন- 

কাকরাইলে কঠোর নিরাপত্তা, প্রেসক্লাবে অবস্থান নেওয়ার চেষ্টা সা’দ বিরোধীদের


সা’দকে ঠেকাতে পাহারা বসাবে বেফাক, সরকারের মধ্যস্থতা চায় তাবলিগের একাংশ

/এনএল/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চশিক্ষা খাতকে ডিজিটালাইজেশনে আনার পরামর্শ ইউজিসির
উচ্চশিক্ষা খাতকে ডিজিটালাইজেশনে আনার পরামর্শ ইউজিসির
বিটুমিন গলে যাওয়া মহাসড়ক পরিদর্শনে দুদক
বিটুমিন গলে যাওয়া মহাসড়ক পরিদর্শনে দুদক
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ
গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস