X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

নির্বাচন এলেই একটা শ্রেণি মাথাচাড়া দিয়ে ওঠে: সংসদে প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৮, ১৯:২৫আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৯:৩৬

বুধবার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি- ফোকাস বাংলা) নির্বাচন এলেই একটা শ্রেণি মাথাচাড়া দিয়ে ওঠে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমাদের এখানে একটা শ্রেণি রয়েছে, নির্বাচন এলেই তারা মাথাচাড়া দিয়ে ওঠে। তারা মানুষের অকল্যাণ করার জন্যই সবসময় ব্যস্ত থাকে। কোনও ভালো কাজই দেখে না। ভালো কাজ দেখার মতো সেই দৃষ্টিভঙ্গিই তাদের নেই। ইমারজেন্সি এলেই তারা ভালো দেখেন। দেশ ও দেশের মানুষের জন্য এই শ্রেণিটাই সব থেকে যন্ত্রণাদায়ক।’

বুধবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওয়ান-ইলেভেনের প্রসঙ্গ টেনে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, ‘২০০৭ সাল যখন জরুরি অবস্থা এলো, তখন তারা খুব খোশমেজাজে ছিলেন, উৎফুল্ল ছিলেন। দল গঠন করবেন, ক্ষমতায় যাবেন। ক্ষমতার মসনদে বসবেন কিন্তু হয়নি। নির্বাচন হলো, আমরা ক্ষমতায় এলাম। এরপর ২০১৪ সালে চেষ্টা করা হলো। নির্বাচন বানচাল করে কোনও বাঁকা পথে ক্ষমতায় আসা যায় কিনা। জনগণের চেষ্টায় যখন হলো না, তখন অনেকেই শুয়ে পড়লেন যে, আহা রে, আর পতাকাটা পেলাম না! আর বুঝি হবে না।’

বিশ্ব সম্প্রদায়সহ দেশের বড় একটি অংশ সরকারের কাজের প্রশংসা করলেও একটি শ্রেণি সরকারের উন্নয়ন দেখে না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে একটা শ্রেণির মানুষ আছে, সমস্যাটা তাদের নিয়ে। যখন একটি গণতান্ত্রিক ধারা চলে, তাদের ভালো লাগে না। যখন উন্নয়নের পথে দেশ এগিয়ে যায়, তারা উন্নয়নটা চোখে দেখে না। এমনকি বললেও তারা শোনেন না। তারা চক্ষু থাকতে অন্ধ, কান থাকতেও বধির। তাদের মাথার মধ্যে একটা জিনিসই থাকে। দেশে অস্বাভাবিক সরকার যদি আসে, অসাংবিধানিক সরকার যদি আসে বা ইমারজেন্সি যখন হয়, তাহলে মনে হয় তাদের একটু গুরুত্ব বাড়ে। তাদের ক্ষমতায় যাওয়ার ইচ্ছে আছে, পতাকা পাওয়ার ইচ্ছে আছে, সব ইচ্ছে আছে। কিন্তু সেই ইচ্ছে পূরণ হয় না। ইচ্ছে পূরণ করতে হলে জনগণের কাছে যেতে হবে। ভোট চাইতে হবে। ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। নির্বাচন করার মতো যোগ্যতাটা তাদের নেই। বাঁকা পথে ক্ষমতায় যেতে পথটা কোথায়? সেই অলিগলি খুঁজতে থাকেন। সেই অলিগলি খুঁজতে গিয়ে হাজার উন্নয়ন করেন, সেই উন্নয়ন তারা কোনোমতেই দেখে না। এমনকি তারা গবেষণাও করে কিন্তু গবেষণার টাকাটা কোত্থেকে আসে, জানি না। তাদের গবেষণায় দেশের কোনও ‍উন্নয়নই চোখে পড়ে না। যেখানে বিশ্বব্যাপী বাংলাদেশ রোল মডেল, সেখানে তারা বলেন–এটা হয়নি, সেটা হয়নি। এটা করা যাবে না, সেটা করা যাবে না। আরেকটু হলে ভালো হতো।’

 আরও পড়ুন: 

বাজেটের সময় এমপিওভুক্তির সিদ্ধান্ত: সংসদে প্রধানমন্ত্রী

/ইএইচএস/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখে পুরস্কার পেলো সানশাইন ব্রিকস
পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখে পুরস্কার পেলো সানশাইন ব্রিকস
তরমুজের ললি আইসক্রিম বানাবেন যেভাবে
তরমুজের ললি আইসক্রিম বানাবেন যেভাবে
পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইউক্রেনের প্রতি ইতালির আহ্বান
পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইউক্রেনের প্রতি ইতালির আহ্বান
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?