X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বন্ধ থাকবে ফেসবুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৮, ১৫:৫২আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ২১:২৩

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (ফাইল ফটো) এবার এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষা চলাকালীন সারাদেশেই ফেসবুক বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘শুধু এসএসসি নয়, এই অভিজ্ঞাতার আলোকে এইচএসসি পরীক্ষাতেও একই ব্যবস্থা নেওয়া হবে।’ এছাড়া প্রশ্নপত্র ফাঁস হয় এমন সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ রাখা হবে বলে জানান তিনি।
শিক্ষামন্ত্রী জানান, এসএসসি পরীক্ষা চলাকালে ফেসবুক বন্ধের বিষয়ে বাংলাদেশ যোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)কে বলা হবে। তাদের সঙ্গে আলাপ করেই এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। ফেসবুক বন্ধ করার জন্য আইসিটি মন্ত্রণালয় ও বিটিআরসির সঙ্গে কথা বলা হচ্ছে। কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। এটা সীমিত সময়ের জন্য, এতে কেউ ক্ষতিগ্রস্ত হবে না, দু-এক ঘণ্টায় কিছু হবে না।
শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস রোধে আমরা ডেসপারেট ও এগ্রেসিভ।’
সীমিত সময়ের জন্য ফেসবুক বন্ধ থাকবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘শুধু পরীক্ষার সময় ফেসবুক বন্ধ থাকবে।’

পরীক্ষার আগেও প্রশ্নফাঁস হয় তাহলে পরীক্ষা শুরুর আগে ফেসবুক বন্ধ রাখা হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বিটিআরসির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সীমিত সময়ের জন্য বন্ধ থাকবে, যে সময়ে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি ঘটতে পারে।’

শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষা শুরুর নির্ধারিত সময় সকাল ১০টা। এর আধা ঘণ্টা আগে অর্থাৎ ৯টা ৩০ মিনিটে পরীক্ষার্থীকে নিজ আসনে বসতে হবে।  এর পরে কেউ এলে পরীক্ষাকেন্দ্রে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষার ৩০ মিনিট আগে  প্রশ্নপত্রের প্যাকেট খুলে তা বণ্টন করতে হবে। এর এক মিনিট আগেও প্রশ্নপত্রের প্যাকেট খোলা যাবে না।  কেউ খুলে ফেললে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রশ্নপত্রের প্যাকেট কেউ আগে খুলে ফেলছে কিনা তা তদারকি করতে নির্ধারিত একটি টিম থাকবে। এই টিম কেন্দ্রে কেন্দ্রে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করবে। কোথাও প্রশ্নপত্র আগে খোলা হলে ওই কেন্দ্রের সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রশ্নফাঁসের সঙ্গে কোচিং সেন্টার জড়িত উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘কোচিং সেন্টারগুলো প্রশ্নপত্র ফাঁসের আড্ডাখানা। এজন্য পরীক্ষার তিন দিন আগে থেকে পরীক্ষার চলাকলীন সময় কোচিং সেন্টার বন্ধ থাকবে।

 

 

 আরও পড়ুন:

আমি ফেসবুক বন্ধের পক্ষে নই: মোস্তাফা জব্বার

‘লেকহেড স্কুল খুলে দিতে সাড়ে ৪ লাখ টাকার চুক্তি হয়’

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক