X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নতুন আইজিপি’র জন্য ৩ চ্যালেঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৮, ১৬:৫৬আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ১৬:৫৬

নতুন আইজিপি জাবেদ পাটোয়ারী ও বিদায়ী আইজিপি শহীদুল হক পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আগামী ৩১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তার সামনে তিনটি চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেছেন বর্তমান আইজিপি এ কে এম শহীদুল হক। শুক্রবার (২৬ জানুয়ারি) শহীদ পুলিশ স্মৃতি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেছেন তিনি।

আইজিপি বলেন, ‘নতুন আইজিপি’র জন্য তিনটি বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে ।’ প্রথমত, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা; দ্বিতীয়ত, গণমুখী পুলিশিং ব্যবস্থার আরও উন্নয়ন ও তা অব্যাহত রাখা; তৃতীয়ত, জঙ্গিবাদ নির্মূল করা- মূলত এই তিনটি চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছেন তিনি।  

চ্যালেঞ্জগুলোর ব্যাপারে তিনি বলেন, ‘এটা নির্বাচনের বছর। সুষ্ঠু ও সফলভাবে নির্বাচনটা সম্পন্ন করাই নতুন আইজিপি’র জন্য বড় চ্যালেঞ্জ। এছাড়া আমরা গত কয়েক বছরে যে গণমুখী পুলিশিং ব্যবস্থা চালু করেছি, তিনি সেটা আরও বেগবান করবেন বলে মনে করি। কমিউনিটি পুলিশিং ভবিষ্যতে অব্যাহত রাখাটাও একটা চ্যালেঞ্জ হবে নতুন আইজিপি’র জন্য।’

কমিউনিটি পুলিশিংয়ের ব্যাপারে আইজিপি বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি পুলিশ জনগণের বন্ধু হবে। আমাদের পুলিশ হবে জনবান্ধব পুলিশ। জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার সংস্কৃতি আমরা চালু করেছি। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আমরা পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন রচনা করেছি। এটা একটা অব্যাহত প্রক্রিয়া। আমার আশা থাকবে এই প্রক্রিয়া চলমান থাকবে।’

এছাড়াও সামনের দিনগুলিতে জঙ্গিবাদ মোকাবিলা করাটা পুলিশের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে থাকলো বলে মন্তব্য করেছেন আইজিপি শহীদুল হক। বাংলাদেশে জঙ্গিবাদ শতভাগ নির্মূল করা সম্ভব হয়নি বলে উল্লেখ করে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জঙ্গি দমন শতভাগ সম্ভব হয়নি। তাই নতুন আইজিপি’র জন্য জঙ্গিবাদ নির্মূল করা একটি চ্যালেঞ্জ হিসেবে থেকে গেলো বলে মনে করছি আমি। আমরা কিভাবে জঙ্গি দমন করেছি সেটা জনগণ ও আপনারা (মিডিয়া) মূল্যায়ন করবেন। হলি আর্টিজান ও শোলাকিয়ার পর পুলিশ ঘুরে দাঁড়িয়েছে। প্রতিভাবান অফিসারদের মাধ্যমে আমরা একটির পর একটি জঙ্গি আস্তানা খুঁজে বের করেছি। অভিযান চালিয়েছি। জঙ্গিদের শক্তি ধ্বংস করে দিয়েছি। কিন্তু সম্পূর্ণভাবে নির্মূল হয় নাই। এটা শুধু আমাদের সমস্যা নয়। এটা বৈশ্বিক সমস্যা। ড্রাগ অ্যাডিকশন যেমন জঙ্গিবাদও তেমন। মানুষকে জান্নাতের মিথ্যে স্বপ্ন দেখিয়ে জঙ্গিবাদের দিকে নিয়ে যাওয়া হয়। ফলে এটা শতভাগ নির্মূল করা চ্যালেঞ্জের ব্যাপার। সেই চ্যালেঞ্জটা থেকে গেলো।’

পুলিশের সক্ষমতা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে দাবি করে আইজিপি আরও বলেন, ‘আমাদের পুলিশের সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। দেশে-বিদেশে পুলিশ প্রশংসিত হচ্ছে। এই সক্ষমতা যদি আরও বৃদ্ধি করা যায় তাহলে জঙ্গিবাদ আরও ভালোভাবে মোকাবিলা করা সম্ভব হবে। তাহলে জঙ্গিরা বাংলাদেশকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করতে পারবে না। আমি বিশ্বাস করি, তারা বড় ধরনের কোনও ঘটনা ঘটাতে পারবে না।’

এসময় নতুন আইজিপি’র ব্যাপারে শহীদুল হক আরও বলেন, ‘নতুন আইজিপি আমার ব্যাচমেট। তিনি ৩২ বছর চাকরি করেছেন। তার অনেক অভিজ্ঞতা আছে। তিনি চ্যালেঞ্জগুলো সঠিকভাবে মোকাবিলা করবেন বলেই আমি বিশ্বাস করি।’  

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় আইজিপি শহীদুল হক আরও বলেন, ‘যারা রাজনীতি করেন তারা জনগণের কল্যাণে কাজ করেন। তারা যদি জনগণের কল্যাণে পুলিশের কাজে হস্তক্ষেপ করেন তাহলে আপত্তি নাই। যদি তারা ব্যক্তিগত স্বার্থে পুলিশকে ব্যবহারের চেষ্টা করেন তাহলে পুলিশ সেটা মানবে না। আমরা যা কিছু করি আইনের বিধি-বিধানের মধ্যে থেকেই করি। পুলিশ সারাদেশে কাজ করে। এরমধ্যে কয়টা কাজে রাজনৈতিক প্রভাব রয়েছে? হাজার হাজার কাজের মধ্যে দুয়েকটা অ্যাক্সিডেন্টলি প্রভাবিত হতে পারে। পুলিশকে সরকার ও বিরোধী দল উভয়েই প্রভাবিত করার চেষ্টা করে। কিন্তু আমরা আমাদের মতো কাজ করি। ভবিষ্যতেও তা চালিয়ে যেতে হবে।’

দেশব্যাপী কাজ করতে গিয়ে রাজনৈতিক প্রভাবে বিশেষ করে ক্ষমতাসীন দলের প্রভাবে পুলিশকে কতোটা প্রভাবিত হতে হয়, নিজের দায়িত্ব পালনকালে কি ধরনের প্রভাবের সম্মুখীন হয়েছেন এবং ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন জন্য কি পরামর্শ থাকবে- সাংবাদিকদের এমন কথার জবাবে এসব কথা বলেছেন বিদায়ী আইজিপি শহীদুল হক। 

 

 

/আরজে/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী