X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সরকার কারও গণতান্ত্রিক অধিকার হরণ করতে চায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১০

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সরকার কোনও দলের গণতান্ত্রিক আন্দোলনেই বাধা দেয় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘বিএনপি গণতান্ত্রিক রীতি মেনে জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি বন্ধ করলে, সব ধরনের সহিংসতার পথ থেকে সরে এলে আমাদের কোনও সমস্যা নেই। আর তারা জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি বন্ধ না করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তবে সরকার কারও গণতান্ত্রিক অধিকার হরণ করতে চায় না।’
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদে দাবা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানটি আয়োজন করে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ।
মার্চে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার ইঙ্গিত দিয়ে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর কোনও বিকল্প নেই। তিনি কেবল দেশের ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনেই কাজ করেননি, একটি দুর্নীতিগ্রস্ত দেশকে দুর্নীতিমুক্ত করে মর্যাদার আসনে আসীন করেছেন। মার্চের মধ্যেই দেশের এগিয়ে যাওয়ার আরও একটি ঘোষণা দেশবাসী শুনতে পাবেন।’
শিশুদের কাছে বিকৃত ইতিহাস না পৌঁছে যেন সঠিক ইতিহাস পৌঁছায়, সেই তাগিদ দিয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘বাংলাদেশ সঠিক ইতিহাস শিশুদের কাছে পৌঁছে দিতে হবে। কারণ, আজকের শিশুরাই আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই বিকৃত ইতিহাস জানার হাত থেকে শিশুদের রক্ষা করতে হবে। এই শিশুদের মানসিক বিকাশের জন্য আজ থেকে ৩০ বছর আগে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের যাত্রা হয়েছিল।’
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাংগঠনিক সচিব কে এম শহিদ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে পরিষদ ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

/আরজে/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মীরসরাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
মীরসরাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
এআইইউবিতে সিএস ফেস্ট
এআইইউবিতে সিএস ফেস্ট
সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের
সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ