X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

স্বামীর পাশেই শায়িত হবেন আফসানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৮, ১১:১৯আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১২:৩০

পাইলট আবিদ সুলতান ও তার স্ত্রী আফসানা, সঙ্গে একমাত্র ছেলে (ছবি: ফেসবুক থেকে নেওয়া) পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমকে বনানীর সামরিক কবরস্থানে স্বামীর কবরের পাশেই দাফন করা হবে। আজ শুক্রবার বাদ আসর রাজধানীর উত্তরায় ১৩ নম্বর সেক্টরে নামাজে জানাজা শেষে তাকে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে। পাইলট আবিদের ভাই প্রফেসর ড. খুরশিদ মাহমুদ ও আফসানার চাচা এসএম ইয়াদ আলী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ড. খুরশিদ মাহমুদ সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'আমাদের একটু একা থাকতে দিন। বিরক্ত করবেন না।'

নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম আজ শুক্রবার (২৩ মার্চ) সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি লাইফ সাপোর্টে ছিলেন। এর মধ্যেই শুক্রবার হার্ট অ্যাটাক হয়। সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিউরোসায়েন্সের আইসিইউ এর সামনে আফসানার স্বজনদের ভিড়

উল্লেখ্য, গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত হন পাইলট আবিদ সুলতান। এর ছয়দিন পর ১৮ মার্চ সকালে স্ট্রোক করেন আফসানা। তাকে প্রথমে উত্তরার একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে। সেখানে একবার অস্ত্রোপচার করা হলেও ওই দিন রাতেই আবার স্ট্রোক করেন আফসানা। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় আবার অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। এরপর থেকেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তার অবস্থা তখন থেকেই সংকটাপন্ন ছিল।

উল্লেখ্য, পাইলট আবিদসহ নেপালে নিহত ২৩ জনের লাশ গত সোমবার (১৯ মার্চ) ঢাকায় আনা হয়। ওই দিনই পাইলট আবিদকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়।   

আরও পড়ুন- মারা গেলেন পাইলট আবিদের স্ত্রী আফসানা

/এসএস/এআরআর/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিশোরগঞ্জ ও বান্দরবানের আলীকদমে দুদকের অভিযান
কিশোরগঞ্জ ও বান্দরবানের আলীকদমে দুদকের অভিযান
জামায়াত-শিবিরের সামাজিক আন্দোলনের ফাঁদে দেশ
জামায়াত-শিবিরের সামাজিক আন্দোলনের ফাঁদে দেশ
তাপপ্রবাহের মধ্যে হবিগঞ্জে শিলাবৃষ্টি, বসতঘর ও ফসলের ক্ষতি
তাপপ্রবাহের মধ্যে হবিগঞ্জে শিলাবৃষ্টি, বসতঘর ও ফসলের ক্ষতি
যানজট-গরমে রাজধানীবাসীর ভোগান্তি
যানজট-গরমে রাজধানীবাসীর ভোগান্তি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?