X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘শুধু সাংবাদিকদের জন্য নয়, গবেষকদের জন্যও আইনটি বাধা হয়ে দাঁড়িয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১৭

 

জায়েদুল আহসান পিন্টু ডিবিসি’র সম্পাদক ও সাংবাদিক জায়েদুল আহসান পিন্টু বলেন, ‘শুধু সাংবাদিকদের জন্য নয়, গবেষকদের জন্যেও এই আইনটি বাধা হয়ে দাঁড়িয়েছে। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে গবেষণা করতে গেলেও চিন্তাভাবনা করতে হবে গবেষণা করা ঠিক হবে কি না। ’

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের উদ্যোগে আয়োজিত ‘ডিজিটাল নিরাপত্তায় অনিরাপদ সাংবাদিকতা?’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন।

জায়েদুল আহসান পিন্টু  বলেন, ‘এই আইনটির বিশেষ কিছু ধারায় বলা হয়েছে, সংরক্ষিত কিছু কার্যালয়ে সাংবাদিকরা প্রবেশ করতে পারবেনা। এর অর্থ সাংবাদিকদের সাংবাদিকতায় বাধা। যদি প্রবেশ করেনও, তিনি তখন মামলার মুখোমুখি হবেন। একজন সাংবাদিক তার অনুসন্ধানের জন্য সরকারি কোনও কার্যালয়ে প্রবেশ করতে পারবে না? কোনও তথ্য নিতে পারবে না?’

জায়েদুল আহসান পিন্টু আরও বলেন, ‘সাংবাদিকরা সরকারি কর্মকর্তাদের দুর্নীতি ফাঁস করে দিচ্ছেন। আর এ কারণেই আমলারা চাচ্চেন সাংবাদিকরা যেন এটা ফাঁস না করতে পারে। সেটা করতে তারা পারছে এই আইনটির মাধ্যমে। কিন্তু সংসদ সদস্য বা মন্ত্রীদের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ পেলে পুলিশ প্রশাসন যখন-তখন গ্রেফতার করতে পারে। কিন্তু আমলাদের ক্ষেত্রে এতটা সহজ নয়। এই সংসদ সদস্যরাই কিন্তু এই আইনটি পাস করলেন। তাহলে সংসদ সদস্যরা আমলাদের কাছে হেরে গেলেন। গণমাধ্যম জনগণের প্রতিনিধিত্ব করে। কিন্তু সাংবাদিকরা হেরেছে মানে জনগণ হেরেছে।’

রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ তা সরাসরি সম্প্রচার করা হচ্ছে। মাহমুদুল হকের সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন অনলাইন নিউজ পোর্টাল সারা বাংলা এবং গাজী টিভির এডিটর ইন চিফ ইশতিয়াক রেজা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।

বৈঠকির আরও খবর: ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতার বড় বাধা: ইশতিয়াক রেজা


 

/আরএআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
টেন মিনিট স্কুলে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক
টেন মিনিট স্কুলে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক
চিকিৎসকের ওপর হামলা ও রোগীর প্রতি অবহেলা সহ্য করা হবে না
স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারিচিকিৎসকের ওপর হামলা ও রোগীর প্রতি অবহেলা সহ্য করা হবে না
নিখোঁজের দুই দিন পর মেঘনায় মিললো যুবকের মরদেহ
নিখোঁজের দুই দিন পর মেঘনায় মিললো যুবকের মরদেহ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে