X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ভোটার না থাকা নিয়ে প্রার্থীরা যা বললেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৩

ভোটার শূন্য কেন্দ্র জাতীয় নির্বাচনের পর ভোটাররা সংশয়ে আছেন যে, ভোটের আগের রাতেই ব্যালট বাক্স ভর্তি হয়ে যায়। নির্বাচনের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা ভোটারদের মন থেকে সেই সংশয় দূর করতে পারেনি। এজন্যই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নেই। তারা ভোট দিতে আসছেন না। এমনটাই মনে করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনের তিন মেয়র প্রার্থী। তবে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, ‘প্রধান বিরোধী দল বিএনপি অংশগ্রহণ না করায় এমন পরিবেশের সৃষ্টি হয়েছে। দলটি অংশগ্রহণ করলে নির্বাচন আরও সুন্দর হতো, ভালো হতো। তাছাড়া আবহাওয়ার কারণে মানুষ এখনও বাসা থেকে বের হয়নি। যে কারণে কেন্দ্রে এমন পরিবেশের সৃষ্টি হয়েছে।’

ভোটের পরিবেশের বিষয়ে জানতে চাইলে প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) প্রার্থী  শাহীন খান বলেন,  ‘কেন্দ্রে ভোটার নেই বললেই চলে। কোনও কেন্দ্রে আছে এক-দু’জন। মানুষের ভোট দেওয়ার কোনও আগ্রহও নেই। কারণ, সবাই মনে করছে আগের রাতেই ভোট হয়ে যায়। তো ভোট দিয়ে লাভ কী। কিছুই তো হয় না। তাদের মতো আমিও একই কথা মনে করছি।’

ভোট দেওয়ার পর শাফিন আহমেদ তিনি আরও বলেন, ‘বনানীর সবচেয়ে বড় কেন্দ্র রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখেছি কোনও ভোটার নেই। সাড়ে ১০টা পর্যন্ত ভোট পেড়ছে মাত্র তিনটি। সারাদিন এভাবে চললে মনে হয় ৩ শতাংশ ভোটও পড়বে না। মানুষ ভোট উপলক্ষে একটা ছুটি পেয়েছে। এখন তারা ছুটি ভোগ করছে।’   

স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম বলেন, ‘জাতীয় নির্বাচনে মানুষের মনে একটা ভীতি তৈরি হয়েছে। সেই ভীতি এখনও কেটে উঠতে পারেনি। সে কারণে কোনও ভোটার নেই। যারা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আছে তাদের দায়িত্ব বেশি ছিল। তারা কিন্তু মানুষকে সেভাবে উৎসাহিত করতে পারেনি। তার মানুষকে আশ্বস্ত করতে পারতো। তাহলে মানুষের মনের সেই ভয়টা দূর হতো।’

ভোট দেওয়ার পর কথা বলছে আতিকুল ইসলাম তিনি আরও বলেন, ‘আমরা চেয়েছি একটা ভালো পরিবেশ তৈরি করে মানুষের আস্থা অর্জন করতে। সে কারণেই নির্বাচনে অংশগ্রহণ করেছি। তা না হলে দেশ এক সময় না এক সময় সন্ত্রাসীর দিকে চলে যাবে। আফগানিস্তান হয়ে যাবে। আমরা আমাদের দায়িত্বশীল ভূমিকা থেকে চাই ভোট প্রথাটাকে জীবিত রাখতে। আমি মনে করি যারা বড় দায়িত্ব আছেন তাদের দায়িত্ব অনেক বেশি। তারা মানুষের আস্থা ফেরাতে ব্যর্থ হয়েছে।’

এক প্রশ্নের বাজাবে তিনি বলেন, ‘মানুষ ভোটকেন্দ্রে আসবে কীভাবে? সেই পরিবেশ তো রাখা হয়নি। কমিশন যদি রাতের বেলা ব্যালট পেপার সরবরাহ না করতো তাহলে অনেক ভালো করতো। কারণ, মানুষের মনে সংশয় আছে রাতেই ভোট হয়ে যায়। যেহেতু এই নির্বাচন ঢাকার মধ্যে, তাই ব্যালট সরবরাহ সকালেই করা যেতো। এটা কমিশনের একটা ভুল হয়েছে।’

কেন্দ্রে নেই ভোটার তিনি আরও বলেন, ‘আমিই ভাসানটেক সরকার উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রথম ভোটার। সকাল সাড়ে ১০টার দিকে ভোট দিয়েছি। তখন মাত্রা আমার ভোটটি পড়েছে। আমরা যা দেখলাম ভোটার নেই বললেই চলে।’

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম বলেন, ‘আজ (বৃহস্পতিবার) সকাল থেকেই ঢাকায় বৃষ্টি নেমেছে। অরেকটি কথা হলো- আমাদের অপজিশন পার্টি যারা আছেন তারাও ভোটার আনার চেষ্টা করছেন। কিন্তু কীভাবে করছেন তা আমার জানা নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে, একটি দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। তারা আসলে নির্বাচন আরও সুন্দর হতো। আমি সবাইকে বলছি আপনারা চা, খিচুড়ি খেয়ে ভোট দিতে আসুন। ভোটাধিকার প্রয়োগ করুন।’

জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ বলেন, ‘সকাল থেকে ঘুরছি। ভোটার দেখছি না। আগ্রহও নেই। মানুষের মনে নানা সংশয় রয়েছে। এখানে নতুন করে বলার কিছু নেই। নির্বাচনে কী হয় তা সবারই জানা। আর যেখানে প্রতিযোগিতা নেই সেখানে আগ্রহও থাকে না।’

 

 

/এসএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার
আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার
ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় সদর দফতরে হামলার দাবি রাশিয়ার
ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় সদর দফতরে হামলার দাবি রাশিয়ার
তাপমাত্রার রেকর্ড ভাঙাগড়া চলছে খুলনায়
তাপমাত্রার রেকর্ড ভাঙাগড়া চলছে খুলনায়
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা