X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কত ভোট পড়েছে জানাতে চাচ্ছেন না প্রিজাইডিং কর্মকর্তারা

দীপু সারোয়ার
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪০

জান্নাত একাডেমি হাইস্কুল ভোটকেন্দ্রে দেখা যায়নি ভোটারের উপস্থিতি পল্লবীর জান্নাত একাডেমি হাইস্কুল। এখানে ভোটকেন্দ্র চারটি। ভোটার সাড়ে ৮ হাজার। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত মাত্র একজন ভোটার ভোট দিয়েছেন বলে জানান প্রিজাইডিং অফিসার আনিসুর রহমান। বেলা সাড়ে ১২টার দিকে জান্নাত একাডেমিতে গিয়ে সকালের চিত্রই চোখে পড়ে। সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ, আনসার, ভিডিপি, নির্বাচনি কর্মকর্তা, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের এজেন্ট ছাড়া অন্য মেয়র প্রার্থীদের এজেন্টের দেখা মেলেনি। ভোটার উপস্থিতি কেমন, কতজন ভোট দিয়েছেন জানতে চাইলে প্রিজাইডিং অফিসার আনিসুর রহমান এসব তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন।
মিরপুরের মনিপুর বিদ্যালয়ের বালিকা শাখায় ভোটকেন্দ্র ২৫টি। প্রতিটি কেন্দ্রে প্রায় আড়াই হাজার করে ভোটার। এই কেন্দ্রে জটলা দেখা গেলেও তারা ভোটার কিনা জানা গেল না। এখানে নাজিম নামে একজনের সঙ্গে কথা হয়। তিনি উত্তরার বাসিন্দা বলে জানান। এখানে কী করছেন জানতে চাইলে বলেন, ‘আওয়ামী লীগের মেয়র প্রার্থীর জন্য কাজ করছি।’
ভোটারের উপস্থিতি নেই ভোটকেন্দ্রে মনিপুর বিদ্যালয়ের বালিকা শাখায় ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের সঙ্গে কথা হয়। ভোটার উপস্থিতি না থাকলেও ২৫টি কেন্দ্র ঘুরে দেখেন তিনি। পরে বলেন, ‘সবকিছু শৃঙ্খলার মধ্যে আছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট দিচ্ছেন সবাই।’ কেমন ভোট পড়েছে খোঁজ নিয়েছেন কিনা জানতে চাইলে বলেন, ‘জানি না।’
মনিপুর বিদ্যালয়ের বালক শাখায় ভোটকেন্দ্র ৬টি। প্রতিটি কেন্দ্রে প্রায় ১৯ শ’ করে ভোটার। এখানে কিছু মানুষের উপস্থিতি দেখা গেলেও তাদের কাউকে ভোট দিতে দেখা যায়নি। এখানে কথা হয় প্রিজাইডিং অফিসার পলাশ কুমার হাজরার সঙ্গে। ভোটার উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোটার আসছে, যাচ্ছে।’ তবে কত ভোট পড়েছে সে বিষয়ে তথ্য জানাতে অপারগতা জানান তিনি।
মনিপুর বিদ্যালয়ের একটি ভোটকেন্দ্র আরেক প্রিজাইডিং অফিসার মাহফুজুল হকও তার কেন্দ্রে কত ভোট পড়েছে তা জানাননি। এমনকি প্রথম ভোট কখন পড়েছে তা-ও জানাতে পারেনি তিনি। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ছুটোছুটির মধ্যে আছি।’
মনিপুর বিদ্যালয়ের বালিকা শাখায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থক, পুলিশ ও নির্বাচনি কর্মকর্তাদের এক সঙ্গে আড্ডা দিতে দেখা গেছে।

আরও পড়ুন: ব্যালট বাক্স খালি, কর্মকর্তা বললেন ‘ভোট পড়ছে’

               দুই কেন্দ্রে আড়াই ঘণ্টায় একটিও ভোট পড়েনি

/ডিএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী