X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

লিটন নন্দী-নুরুর বিরুদ্ধে মামলা নিয়ে শাহবাগ থানার লুকোচুরি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৯, ০২:৪৭আপডেট : ১২ মার্চ ২০১৯, ০২:৫০

ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগে ভোট বর্জন করা ভিপি ও জিএস প্রার্থীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১১ মার্চ) ঢাবির নৃত্যকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মারজুকা রায়না এ মামলা দায়ের করেন। নির্ভরযোগ্য একটি সূত্র নিশ্চিত করলেও শাহবাগ থানা পুলিশ মামলার বিষয়টি নিয়ে লুকোচুরি করছে।

জানতে চাইলে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, ‘বিষয়টি নিয়ে এখনই আমি কিছু বলতে পারবো না। আমাকে খোঁজ নিতে হবে।’ শাহবাগ থানার ওসি আবুল হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবারের (১২ মার্চ) অবস্থান ধর্মঘট ঠেকাতে মামলার কৌশল নেওয়া হয়েছে। একইসঙ্গে এই মামলার কারণে পরিস্থিতি আরও বেশি জটিল আকার ধারণ করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। একারণেই মামলা দায়েরের বিষয়টি নিয়ে লুকোচুরি করা হচ্ছে।

ওই সূত্র জানায়, ডাকসু নির্বাচন চলাকালে রোকেয়া হলের ভোটকেন্দ্রের পাশের কক্ষ থেকে তিন বাক্স সাদা ব্যালট পেপার উদ্ধার করে বাম ও স্বতন্ত্র জোটের নেতাকর্মীরা। এ নিয়ে সেখানে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। কোটা সংস্কার আন্দোলনের প্যানেল থেকে ডাকসুর ভিপি পদে নির্বাচনে অংশ নেওয়া নুরুল হক নুর তাকে মারধরের অভিযোগ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ঘটনার জের ধরে রোকেয়া হলের প্রাধ্যক্ষ জিনাত হুদাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা, মিথ্যা গুজব ছড়ানোসহ বিভিন্ন অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। মামলায় দুই ভিপি প্রার্থী কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর ও ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দীসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। অন্যরা হলেন- জিএস প্রার্থী ঢাবির জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক খন্দকার আনিসুর রহমান, জিএস প্রার্থী ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সভাপতি উম্মে হাবীবা বেনজীর ও রোকেয়া হল সংসদে স্বতন্ত্র ভিপি প্রার্থী শেখ মৌসুমী। এছাড়া মামলায় আরও ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

/এনএল/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া