X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

কুয়েত দূতাবাসে প্রবাসীকে হেনস্তা, নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা

সাদ্দিফ অভি
১২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২০:০২

কুয়েত দূতাবাসে প্রবাসীর সঙ্গে দুর্ব্যবহার কুয়েতে বাংলাদেশ দূতাবাসে সেবা নিতে আসা এক প্রবাসীর সঙ্গে খারাপ আচরণের ঘটনায় নিরাপত্তাকর্মী শাহীন কবিরের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম এ ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দূতাবাসের ভেতরে এক বাংলাদেশি নাগরিকের সঙ্গে খারাপ ব্যবহারের ঘটনায় আমরা ইতোমধ্যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছি শাহীন কবিরকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য।’

এদিকে শাহীন কবিরের খারাপ আচরণের ভিডিও ছড়িয়ে পড়ার পর ভুক্তভোগী প্রবাসী ওই নাগরিককে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, সম্প্রতি কুয়েত দূতাবাসে সেবা নিতে গিয়ে নিরাপত্তাকর্মী শাহীনের দুর্ব্যবহারের শিকার হন আজিজুল নামে এক বাংলাদেশি নাগরিক। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে দেশ ও দেশের বাইরে আলোচনা-সমালোচনা সৃষ্টি হলে টনক নড়ে দূতাবাস কর্তৃপক্ষের। পরে তারা ওই কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু করে। পাশাপাশি তাকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্যও চিঠি দেয় দূতাবাস কর্তৃপক্ষ।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক উইংয়ের মহাপরিচালক সালাউদ্দিন নোমান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা চিঠি পেয়েছি। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ভুক্তভোগী আজিজুল জানান, তিন বছর ধরে তিনি কুয়েতে কাজ করছেন। তার পাসপোর্টের মেয়াদ শেষের পথে থাকায় ২ সেপ্টেম্বর কুয়েত শহরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যান পাসপোর্ট নবায়নের জন্য। দূতাবাসের দ্বিতীয়তলায় সোনালী ব্যাংকে কাজ শেষে তিনি নিচতলায় গেস্টরুমের কাছে একটি বেসিন থেকে পানি পান করেন। বাইরে বেশ গরম থাকায় পরে তিনি দূতাবাসের ভেতরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এ সময় দূতাবাসের নিরাপত্তাকর্মী শাহীন কবির তার সঙ্গে দুর্ব্যবহার করেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, দূতাবাস কর্মকর্তাদের প্রথমে আমাদের মানুষ হিসেবে গণ্য করা উচিত। বাংলাদেশের নাগরিক হিসেবে এরকম দুর্ব্যবহার কখনোই কাম্য নয়। সেদিন এরকম ব্যবহারের পর রাতে আমি ফেসবুকে ভিডিও ছেড়ে দিয়েছি। এরপর থেকে আমাকে ফোনে, মেসেঞ্জারে হুমকি দেওয়া হয়। আমি যে মালিকের কাজ করি, তার ছেলের কাছেও আমার নামে অভিযোগ করা হয়েছে।

এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, দূতাবাসের নিরাপত্তাকর্মী শাহীন কবির আজিজুলকে বলেন, এখানে থাকা যাবে না, বাইরে যান। এখান থেকে কেন যেতে হবে জানতে চাইলে শাহীন বলেন- একটা উত্তর দেবেন, যাবেন কী যাবেন না? আজিজুল বলেন কেন যাবো?
এ সময় আজিজুলের হাত থেকে কাগজ টান দিয়ে ছিনিয়ে নেন শাহীন। তাকে আঙুল তুলেও কথা বলতে দেখা যায়। এ সময় কাগজ টান দিয়ে নিলেন কেন জানতে চাইলে শাহীন তাকে বলেন, আপনাকেসহ বের করবো আমি। এরপর ছবি তোলার অভিযোগে আজিজুলের কাছ থেকে মোবাইল ফোনও ছিনিয়ে নেন নিরাপত্তাকর্মী শাহীন। আজিজুল তখন মোবাইল ফোনে ছবি কোথায় জানতে চাইলে তার দিকে তেড়ে আসেন শাহীন। এ সময় অন্যদিকে তাকিয়ে শাহীন বলেন- ‘এরে মারতে মন চাইতেছে’।

এ সময় আজিজুলকে ‘তুমি’ বলে সম্বোধন করে শাহীন বলেন, ‘ভদ্র মতো বলতেছি এখান থেকে বাইর হইয়া যাও।’ এরপর শাহীন ও দূতাবাসের আরেক কর্মচারী মিলে আজিজুলকে দরজার বাইরে নিয়ে আসে। দরজার বাইরে এসে ‘তুই’ সম্বোধন করে শাহীন বলেন- ‘বেশি কথা বললে থাপড়ামু ধইরা’।

শাহীন বারবার মোবাইলে ছবি তোলার অপরাধের কথা বললেও আজিজুল তা অস্বীকার করে মোবাইল চেক করে দেখাতে বলে। এরপর আজিজুলকে ধরে ভেতরে এক উচ্চপদস্থ কর্মকর্তার কাছে নেওয়া হয়।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে গত ১০ সেপ্টেম্বর দূতাবাসের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা চলমান রয়েছে। দূতাবাসের কাউন্সেলর মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একজন বাংলাদেশি কুয়েত প্রবাসীর সঙ্গে বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তাকর্মীর বাদানুবাদ ও অসদাচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। দূতাবাস বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা চলমান রয়েছে।
এতে আরও বলা হয়, কুয়েতে অবস্থানরত বাংলাদেশি কুয়েত প্রবাসীদের এই মর্মে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দূতাবাস বর্তমানে নতুন ঠিকানায় স্থানান্তরিত হওয়ায় এখনও সবকিছু গুছিয়ে ওঠা (যেমন- সিসিটিভি স্থাপন) সম্ভব হয়নি। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে কিছুটা সময় লাগছে। সামগ্রিক বিষয়টি বিবেচনায় রেখে দূতাবাসের ভাবমূর্তি বজায় রাখতে সবার সহায়তা চাওয়া হয়।

এরআগে, গত জানুয়ারি মাসে কুয়েতের লেসকো কোম্পানির চার শতাধিক শ্রমিকের বকেয়া বেতনসহ আকামা সমস্যা সমাধানে দূতাবাসের শরণাপন্ন হয় বাংলাদেশি কর্মীরা। এ সময় উত্তেজিত প্রবাসী কর্মীরা বিভিন্ন অভিযোগ তুলে দূতাবাসের ভেতর ও বাইরে ব্যাপক ভাঙচুর করেন। সে সময় দূতাবাসের প্রধান কাউন্সেলর মোহাম্মদ আনিসুজ্জামানসহ তিন জন আহত হন। বিক্ষুব্ধ হামলাকারীরা দূতাবাসের ভেতরে টেলিভিশন, কম্পিউটার ও আসবাবপত্র ভাঙচুর করে। পরে কুয়েতের স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রসঙ্গত, গত আগস্ট মাসের ২১ তারিখ ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনের লেবার উইংয়ের কর্মীদের বিরুদ্ধে হাইকমিশনের ভেতরে এক প্রবাসীকে নির্যাতনের অভিযোগ উঠে। এই ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পৌনে দুই মিনিট দীর্ঘ ভিডিওটিতে দেখা যায় কমিশনের এক কর্মকর্তা তার অফিসে বসে আছেন। সামনে দাঁড়ানো এক ব্যক্তিকে তার নির্দেশেই একে একে চড়-ঘুষি-লাথি মারছেন অন্য আরও কয়েকজন। এরপর ২৪ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেছে, ব্রুনাইয়ে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগের বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নজরে এসেছে। দায়িত্বশীল ও মর্যাদাপূর্ণ শ্রম অভিবাসন নিশ্চিত করতে মন্ত্রণালয় উক্ত ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।

 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে