X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গুণগত মান ঠিক রেখে নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৯

রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘দ্রুত প্রকল্প বাস্তবায়ন সপ্তাহ ২০১৯’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, যখন কোনও একটি প্রকল্প গ্রহণ করা হয় তখন তা নির্ধারিত সময়ে বাস্তবায়ন ও এর মান ঠিক রাখা গুরুত্বপূর্ণ। পাশাপাশি নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। তবে প্রকল্প নেওয়ার সময় এর প্রয়োজনীয়তা বা অর্থনীতিতে কী অবদান রাখবে এ বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘দ্রুত প্রকল্প বাস্তবায়ন সপ্তাহ ২০১৯’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ‘দ্রুত, উত্তম, শক্তিশালী উন্নয়নের সুফল প্রদান’ প্রতিপাদ্য নিয়ে এ সেমিনারের আয়োজন করেছে। প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্ট দেশি-বিদেশি পেশাজীবীরা এতে অংশ নেন।

বাংলাদেশে এডিবিকে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিদেশি সংস্থা বা রাষ্ট্র বিনিয়োগ করলে তাদের টাকা ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সুনাম আছে। এজন্য আমাদের রাজনৈতিক সদিচ্ছা আছে। জনবল আছে। রয়েছে ভূমিও। আমাদের দেশে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা যেমন লাভবান হবে তেমনি দেশও লাভবান হবে।

সেমিনারে উপস্থিত অতিথিরা

মন্ত্রী বলেন, দেশে দুর্নীতি আরেকটি বড় সমস্যা। এর কারণ দেশ সবসময় গণতান্ত্রিকভাবে শাসিত হয়নি। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে অরাজক পরিস্থিতির তৈরি হয়েছিল। এর ফলে বিভিন্ন ক্ষেত্রে সুশাসনের ঘাটতি দেখা যায়। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে দুর্নীতি নির্মূলে কাজ করে যাচ্ছি।

এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, গত ১০ বছরে বাংলাদেশের দ্রুত অগ্রগতি হয়েছে। এসময় এভারেজ গ্রোথ রেট ৬ দশমিক ৫ শতাংশ। গ্রোথের দিক থেকে বাংলাদেশ একটি মডেল বলে তিনি উল্লেখ করেন।

 

/এসএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি