X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রেল দুর্ঘটনা চক্রান্ত কিনা খতিয়ে দেখা হবে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৯, ২২:৪৮আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ২৩:০৩

সংসদে প্রধানমন্ত্রী (ফাইল ছবি)

রেল দুর্ঘটনার পেছনে চক্রান্ত আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা দেখছি একটা ঘটনার পরপরই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকে। সেটা কেন ঘটে তা আমাদের ভেবে দেখতে হবে। রেল দুর্ঘটনার বিষয়ে অন্য কোনও রকম চক্রান্ত আছে কিনা তা তদন্ত করা হবে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা আমরা নেবো।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জাতীয় সংসদের ৫ম অধিবেশনের সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

পর পর দুটি রেল দুর্ঘটনা ঘটার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, কসবায় ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে। কুয়াশার কারণে এটা হয়েছে। ১৬ জনের মতো নিহত হয়েছে। এটা দুঃখজনক। আহতদের চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি। আজকে উল্লাপাড়ায়ও একটি দুর্ঘটনা ঘটেছে। অবশ্য কেউ নিহত হয়নি। কয়েকজন আহত হয়েছে। আমরা আহতদের দ্রুত উদ্ধারসহ চিকিৎসার ব্যবস্থা করেছি। আর শীতকালে কুয়াশার কারণে রেল দুর্ঘটনা বেশি ঘটে। এ বিষয়ে কী করা যায় সেটা আমাদের ভাবতে হবে।

রেল বন্ধ করে দেওয়ার বিষয়ে বিরোধীদলীয় নেতার প্রস্তাবের জবাবে তিনি বলেন, একটা দুটো দুর্ঘটনা হয়েছে বলেই ট্রেন বন্ধ করে দিতে হবে?  গাড়িতেও তো দুর্ঘটনা হয়। তাহলে বিরোধীদলীয় নেতা কি গাড়িতে চলবেন না? তিনি কি গাড়িতে চড়া বন্ধ করে দেবেন? সেটা তো দিচ্ছেন না। প্লেনও ক্রাস হয়। হারিয়ে যায়। তাহলে কী মানুষ প্লেনে চড়া বন্ধ করে দিয়েছেন? তা তো করেননি। দুর্ঘটনা যেকোনও সময় হতে পারে। রেল দুর্ঘটনা তো উন্নত দেশেও হয়। মাথাব্যথা হলে তো মাথা কেটে ফেলা যাবে না। সময়ের গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এই আধুনিক প্রযুক্তি আমাদের গ্রহণ করতে হবে। দুর্ঘটনা রোধ করার ব্যবস্থা নিতে হবে। আর এজন্য যেটা করণীয় তা করবো। 

 

/ইএইচএস/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি