বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের জানাজা সম্পন্ন হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় জানাজা পড়ান গুলশান কেন্দ্রীয় আজাদ মসজিদের ইমাম মাওলানা আহসান উল্লাহ। এসময় জানাজায় মানুষের ঢল নামে।
জানাজা শুরু হওয়ার আগে ফজলে হাসান আবেদের ছেলে সামেরান আবেদ বলেন, ‘সবাই অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে আমাদের ব্র্যাক পরিবারের পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কষ্ট করে যারা এসেছেন পরিবারের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই। আমার বাবা সারাটি জীবন মানুষের জন্য কাজ করেছেন। তিনি কাউকে দুঃখ দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন।’
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ‘পরিবারের প্রত্যেকের সঙ্গে ফজলে হাসান আবেদের ব্যক্তিগত যোগাযোগ ছিল। কারও জীবন পরিবর্তনের জন্য তিনি কাউকে নীতিবাক্য দিতেন না, বাস্তববাদী পরামর্শ দিতেন। তার স্ত্রী মারা গেছেন ১৯৮১ সালে। প্রতিষ্ঠান চালানোর পাশাপাশি তিনি পরিবারকেও সময় দিতেন। তার কাজের কথা সারা বাংলাদেশের মানুষ জানতেন। মানুষ হিসেবে তিনি অনন্য ছিলেন। শুধু ব্র্যাক না , বাংলাদেশের যত বেসরকারি উন্নয়ন সংস্থা আছে, তার সঙ্গে তিনি প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্ত ছিলেন। এটা অনেকেই জানেন না। তিনি এসব প্রতিষ্ঠানে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন।’
এর আগে রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে ফজলে হাসান আবেদের মরদেহ আর্মি স্টেডিয়ামে আনা হয়। তার মরদেহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেজর আশিকুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তার উপ-সামরিক সচিব কর্নেল মো সাইফুল্লাহ।
এরপর শ্রদ্ধা জানান, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
এছাড়াও ফজলে হাসান আবেদের প্রতি শ্রদ্ধা জানান, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সভাপতি রাশেদ খান মেনন, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. ম তামিম, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ইমান আলী।
আরও শ্রদ্ধা জানায় বিশ্ব সাহিত্য কেন্দ্র, জাতিসংঘ ঢাকা কার্যালয়, এফবিসিসিআই, এমসিসিআই, প্রশিকা, বেঙ্গল ফাউন্ডেশন, মানুষের জন্য ফাউন্ডেশন, নিজেরাই করি, মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষে সারা জাকের, আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ মহিলা পরিষদ, ফুড ফর দ্য হাংরি।
ছবি: সাজ্জাদ হোসেন
আরও পড়ুন:
স্যার আবেদকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা