X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

‘জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আনা গেলে নারী নির্যাতন কেন নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৬

 ‘নারীর ক্ষমতায়নে সরকার ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে  জঙ্গিবাদ যদি নিয়ন্ত্রণে আনা যায়, তাহলে বাল্যবিবাহ ও নারী নির্যাতন কেন প্রতিরোধ করতে পারবো না বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ডেইলি অবজারভার আয়োজিত ‘নারীর ক্ষমতায়নে সরকার ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

ফজিলাতুন্নেছা ইন্দিরা বলেন, ‘সারাবিশ্বের উন্নত দেশগুলোতে জঙ্গিবাদ এখনও রয়ে গেছে। স্কুলগুলোতেও বাচ্চারা এখন নিরাপদ নয়। বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, সবার প্রতিবাদ মুখর হস্তক্ষেপে জঙ্গিবাদ যদি নিয়ন্ত্রণে আনা যায়, ইভটিজিং যদি প্রতিরোধ করা যায়, তাহলে আমরা কেন বাল্যবিবাহ এবং নারী নির্যাতন প্রতিরোধ করতে পারবো না। সবাই ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করলে অবশ্যই নারী নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব।’

তিনি বলেন, ‘আমরা দেশের প্রতিটি জেলা-উপজেলায় কর্মজীবী নারীদের জন্য হোস্টেল করবো। দুস্থ ও দরিদ্র নারীদের ভাতা দেওয়া হচ্ছে। বাংলাদেশের মতো জেন্ডার বাজেট সারাবিশ্বের কোথাও নেই। বর্তমানে দেশে বাল্যবিবাহ অনেক হারে কমে এসেছে। মুজিববর্ষে বাল্যবিবাহ নিরোধ ঘোষণা করা হয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু সারাজীবন সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করেছেন। সংবিধানেও নারী অধিকার নিয়ে আইন করেছেন। যুদ্ধের সময়ে নির্যাতিত মায়েদের চিকিৎসার জন্য ভারত ও জাপান থেকে চিকিৎসক এনে চিকিৎসা করিয়েছেন। নারী অধিকার আদায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসামান্য অবদান রেখে গেছেন।’

গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, মহিলা সমিতির ভাইস প্রেসিডেন্ট ড. মারুফি খান প্রমুখ।

/এইচএন/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন