X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভিসা দেওয়া স্থগিত করবে না বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২০, ২০:৪৫আপডেট : ১২ মার্চ ২০২০, ২০:৫১

মধ্যপ্রাচ্যের রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ পরিস্থিতিতে বৈশ্বিক মহামারি ঘোষণা করলেও ভিসা দেওয়া স্থগিত করবে না বাংলাদেশ।  প্রতিবেশী দেশ ভারত ও শ্রীলংকা ভিসা দেওয়া স্থগিতের ঘোষণা এলেও বাংলাদেশ এর প্রয়োজন দেখছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) মধ্যপ্রাচ্যের রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকের পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।

প্রতিবেশী দেশগুলো ভিসা প্রদান স্থগিত করলেও বাংলাদেশ কেন করছে না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমাদের প্রয়োজন নেই। আমার মনে হয় মিডিয়ার কারণে (করোনা ভাইরাসের) ভীতি বেশি ছড়াচ্ছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে পেনডেমিক (বৈশ্বিক মহামারি) ঘোষণা করায় হইচই শুরু হয়েছে। কিন্ত যদি দেখেন শতাংশ হারে মৃত্যুর সংখ্যা অত্যন্ত কম। অধিকাংশ ভালো হয়ে যাচ্ছে। এটি সর্দিজ্বরের মতো। এ অবস্থায় আমরা আতঙ্কিত হবো কেন?’

তিনি বলেন, ‘আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বিষয়টি পর্যবেক্ষণ করছি। তারা যদি সুপারিশ করে, তখন আমরা বিবেচনা করবো।’

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ করা হলে সেখানে যাওয়া বাংলাদেশিরা কিভাবে আসবেন জানতে চাইলে তিনি বলেন, ‘ভারতে থাকলে অসুবিধা কি? বেড়াতে গেছে, থাকুক কিছুদিন। তাড়াহুড়ো করছেন কেন? আসতে চাইলে সীমান্ত বন্ধ হওয়ার আগে চলে আসতে হবে।’

বিদেশে অবস্থিত বাংলাদেশিদের বিষয়ে তিনি বলেন, ’প্রবাসীদেরও অনুরোধ তাড়াহুড়ো করে আসার দরকার নেই। যেখানে আছেন সেখানে থাকেন, সেখানকার নিয়ম মেনে চলেন। কোনও ধরনের সমস্যা হলে বাংলাদেশ মিশনের সঙ্গে যোগাযোগ করেন।’

মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের বিষয়ে তিনি বলেন, আমরা আজকে রাষ্ট্রদূত ও দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি। যেসব বাংলাদেশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেতে পারছেন না তাদের সবার ভিসার মেয়াদ বাড়ানো হবে।

তিনি বলেন, ‘তারা কিছুদিন পরে যেতে পারবেন। তাদের ভিসা ও ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়ানো হবে।’

 

/এসএসজেড/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ