X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সবাই মিলে সংকট মোকাবিলার আহ্বান কাজী নাবিল এমপির (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২০, ১০:১০আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১০:৪৬

কাজী নাবিল আহমেদ করোনাভাইরাসের কারণে বিশ্বের মতো বাংলাদেশের মানুষও অর্থনৈতিক চাপের মধ্যে পড়েছে। এ সময় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো সবার কর্তব্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাই মিলে এই দুর্যোগ আমরা মোকাবিলা করতে সক্ষম হবো। যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এক ভিডিও বার্তায় সোমবার (৬ এপ্রিল) এ প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘নিম্ন ও মধ্যম আয়ের এবং খেটে খাওয়া মানুষ, দিনমজুর আছেন। তাদের পাশে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ৩১ দফা, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে নির্দেশনা সেসব মেনে সচেতন জীবনযাপনই আমাদেরকে পরিবার পরিজনসহ আগামীতে ভালো রাখতে পারবে।’

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতার কারণে বাংলাদেশ ভালো আছে। ইতোমধ্যে তিনি ৩১ দফা দিয়েছেন, যার মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নির্দেশনা আছে।’

বিশ্বের মতো বাংলাদেশও বেশ কিছু মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারাও গেছেন জানিয়ে তিনি নির্দেশনাগুলো সঠিকভাবে পালনের আহ্বান জানান। বলেন, ‘আমরা যদি সামাজিক দূরত্ব বজায় রাখি, আমরা যদি হাঁচি-কাশি আমাদের কনুইয়ে দিয়ে থাকি, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখি এবং মাস্ক ব্যবহার করি, তাহলে নিজেদের অনেক ভালো রাখতে পারবো।’

অর্থনৈতিক চাপের কথা উল্লেখ করে কাজী নাবিল আহমেদ বলেন, চাপ সারা বিশ্বে আছে, বাংলাদেশেও আছে। বিত্তশালীদের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আপনারা দেখেছেন নেতাকর্মীদের মাধ্যমে আমি যশোরের সব ইউনিয়ন ওয়ার্ডে ত্রাণ বিতরণ করেছি। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এই কাজে এগিয়ে আসছে। যশোরের জন্য প্রতিদিন জেলা প্রশাসক, হাসপাতাল সুপার, পুলিশ সুপারসহ বিভিন্ন কর্মকর্তার সঙ্গে আলাপ করছেন বলে ভিডিও বার্তায় জানান তিনি।

সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমাদের এই সময় দায়িত্ব ডাক্তার, নার্স, প্যারামেডিক্যালসহ সবাইকে উদ্বুদ্ধ করা, তারা যেন সেবা দেওয়া অব্যাহত রাখেন। আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে এই দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হবো।’

ভিডিও বার্তায় তিনি হাত ধোয়ার নিয়ম ও প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন। শৌচাগারে যাওয়ার পরে, খাওয়ার আগে ও পরে এবং বাইরে থেকে এলে কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধোয়ার আহ্বান জানান তিনি। 

 

/ইউআই/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ