X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘করোনা পরবর্তী বিশ্বে কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা নিতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২০, ২১:৪৭আপডেট : ১৬ জুলাই ২০২০, ২১:৫০

 

সংসদীয় কমিটির বৈঠক

করোনাভাইরাস পরবর্তী নতুন বিশ্বে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান সৃষ্টির কার্যকর ব্যবস্থা নিতে রাষ্ট্রদূতদের নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। বৃহস্পতিবার (১৬ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনাভাইরাস পরবর্তী নতুন বিশ্ব হবে ভিন্ন ধরনের। এই নতুন বিশ্বের সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। এ বিষয়ে বিভিন্ন দেশে নিয়োজিত বাংলাদেশি কূটনীতিকদের জন্য আমাদের নির্দেশনা হলো— কোভিড পরবর্তী বিশ্বে কীভাবে বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া।’

করোনাভাইরাস পরিস্থিতিতে ইতালিতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে গণমাধ্যমে যেভাবে খবর প্রকাশিত হয়েছে, বাস্তবতা তা নয়। বিদেশ ভ্রমণে করোনা টেস্টের সার্টিফিকেট নিতে হবে বিষয়টি সে রকমও নয়। কোনও দেশে প্রবেশ করলে সে দেশের বিমানবন্দরে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় একটা পরীক্ষা করে। সেখানে পজিটিভ এলে তাদের দেশের নিয়ম অনুযায়ী তারা ব্যবস্থা নিয়ে থাকে।’

মুহাম্মদ ফারুক খান  জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কমিটিকে জানানো হয়েছে যে, বাংলাদেশে থেকে যারা ইতালিতে গিয়েছিল, তাদের কভিড-১৯ সার্টিফিকেট জাল ছিল সেটি সত্য নয়। যাত্রীদের মধ্যে মাত্র ৩৩ জন কভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়েছিল। ইতালি সরকার কখনও সার্টিফিকেট নেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করেনি।

এ প্রসঙ্গে তিনি ফারুক খান বলেন, ‘কোভিড ১৯ এর নেগেটিভ সার্টিফিকেট নিয়ে কোনও ব্যক্তি বিদেশে গেলেন, কিন্তু এরই মধ্যে তিনি আক্রান্ত হবেন না তার নিশ্চয়তা কে দেবে। পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের জানিয়েছে, এখন থেকে যারা বিদেশে যাবেন তাদের করোনা পরীক্ষার সনদ নিয়ে যেতে হবে। 

বৈঠকে কোভিড-১৯ আন্তর্জাতিক পরিস্থিতি এবং এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কী কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে আলোচনা করা হয়। বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশি মিশনগুলো কী কী কর্মপরিকল্পনা হাতে নিয়েছে এবং তার বাস্তবায়ন কতটুকু হয়েছে, কমিটির বৈঠকে সে বিষয়েও  মন্ত্রণালয়কে বিস্তারিতভাবে অবহিত করার জন্য সুপারিশ করা হয়।

কোভিড-১৯ এর আন্তর্জাতিক পরিস্থিতি কী এবং প্রবাসী বাংলাদেশিরা কী অবস্থায় আছে,  দেশবাসীকে অবহিত করার জন্য নিয়মিত প্রেস ব্রিফিং করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।

কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, আব্দুল মজিদ খান, নাহিম রাজ্জাক, কাজী নাবিল আহমেদ ও নিজাম উদ্দিন জলিল (জন) বৈঠকে অংশ নেন।

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!