X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সৌদি প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৩

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের সে দেশের নিয়ম মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম। সম্প্রতি কিছু বাংলাদেশি নাগরিকের বিভিন্ন নামে বাংলাদেশ ভিত্তিক রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত থাকার এবং কার্যক্রম পরিচালনার বিষয়টি সৌদি কর্তৃপক্ষের নজরে আসে। এর পরে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে সতর্ক করে তারা। এ পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এক ফেসবুক পোস্টে এ আহ্বান জানান।

এদিকে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সৌদি কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, কিছু বাংলাদেশি তাদের ইকামায় বর্ণিত পেশার বাইরে গিয়ে সেখানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে যা সম্পূর্ণ বেআইনি। সৌদি আরবে পেশার বাইরে গিয়ে কোনও ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়া বা সাংবাদিক সম্মেলন করার কোনও সুযোগ নেই এবং এটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত বলে দূতাবাসকে জানানো হয়।

যারা এ ধরনের কাজ করছে তাদের আইনের আওতায় এনে জেল-জরিমানা করা হবে এবং দ্রুত দেশে ফেরত পাঠানোর বিষয়েও দূতাবাসকে জানানো হয়। এছাড়া কোনও ধরনের সংগঠনকে স্বীকৃতি, অনুমোদন, আশ্রয়-প্রশ্রয় দেওয়া থেকে বিরত থাকার জন্য দূতাবাসকে অনুরোধ করে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি আরবে গিয়ে সাংবাদিকতা করা প্রসঙ্গে কর্তৃপক্ষ জানায়, অন্য পেশায় নিয়োজিত থেকে সৌদি তথ্য মন্ত্রণালয়ের অনুমতি ব্যতীত কেউ যদি সাংবাদিকতা করে তবে সেটি সম্পূর্ণ বেআইনি ও গুরুতর অপরাধ। এই অপরাধের জন্য জেল-জরিমানাসহ দেশে ফেরত পাঠানো হবে।

এ প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশিদের আইন মেনে চলার জন্য আহ্বান জানিয়ে দূতাবাস বলে, এ বিষয়ে সতর্ক না হলে সৌদি দূতাবাস ও কনস্যুলেট কোনও দায়িত্ব নেবে না।

 

/এসএসজেড/এমএএ/
সম্পর্কিত
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
কানাডায় দ্বিতীয়বার ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ পেলেন মাহবুব ওসমানী
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ম্যানিলায় শিশু-কিশোরদের মিলনমেলা 
সর্বশেষ খবর
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি