পহেলা বৈশাখে রাজধানীর বিভিন্ন স্থানে বিনামূল্যে পানি, হাতপাখা ও ক্যাপ বিতরণ করবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার বিকেলে রমনা বটমূলে পহেলা বৈশাখের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখে সাংবাদিকদের তথ্য জানান র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
তিনি বলেন, গরমে যাতে নগরবাসীর আনন্দ ম্লান না হয় সে জন্য পুলিশের পাশাপাশি র্যাবও সহযোগিতায় থাকবে। নগরবাসীর পিপাসা মেটাতে বিনামূল্যে পানি ও হাতপাখা বিতরণ করা হবে। পাশাপাশি ক্যাপও বিতরণ করা হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নজরদারিতে আনতে আলাদা ইউনিট গঠন করারও ঘোষণা দেন তিনি।
বেনজীর বলেন, সামাজিক মাধ্যমে নজরদারির জন্য আমরা আলাদা ইউনিট গঠন করব। আমরা সক্ষমতা বাড়াচ্ছি। নানা সরঞ্জাম সংযুক্ত করছি। জনবলও বাড়ানো হচ্ছে। আশা করছি এতে সামাজিক মাধ্যমে অপতৎপরতা কমে যাবে।
এই বক্তব্যের সঙ্গে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, অনেকে নিরাপত্তাহীনতায় ভোগেন। সোশাল মিডিয়াই আবার এক্ষেত্রে হতে পারে পাথেয়। নিরাপত্তাহীনতায় থাকা নাগরিকরা তাদের ফেসবুক থেকে র্যাবকে অভিযোগ করতে পারেন। তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যাবে। এসব সুশৃঙ্খলভাবে মনিটরিং করতে একটি ইউনিট কাজ করবে।
পহেলা বৈশাখের নিরাপত্তার বিষয়ে বেনজীর আহমেদ বলেন, বর্ষবরণের অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে আকাশ পথেও নিরাপত্তা দেবে র্যাব। আকাশ পথে হেলিকপ্টারযোগে সম্ভাব্য সব স্থানে নজরদারি অব্যাহত রাখা হবে।
তিনি বলেন, রাজধানীর ৭০টি স্থানে বাংলা নববর্ষের অনুষ্ঠান পালনের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সে অনুযায়ী র্যাবও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে।
বেনজীর আহমেদ বলেন, বাংলা নববর্ষে রমনা ও সোহরাওয়ার্দী উদ্যানে সাধারণত ভিড় বেশি থাকে। তাই এই এলাকার নিরাপত্তা ব্যবস্থার ওপর বেশি জোর দেওয়া হচ্ছে। মোটরসাইকেল টহল থাকবে। সাদা পোশাকে বিপুল সংখ্যক র্যাব গোয়েন্দা সদস্য মোতায়েন থাকবে। ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। থাকবে স্ট্রাকিং রিজার্ভ ফোর্স। তাৎক্ষণিক যে কোনও প্রয়োজনে তাদের নামানো হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল জিয়াউল আহসান, গোয়েন্দা বিভাগের প্রধান আবুল কালাম আজাদ, অপারেশন বিভাগের প্রধান কেএম আজাদ, র্যাব-৩ এর সিও খন্দকার গোলাম সারওয়ার, লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান প্রমুখ।
আরও পড়ুন: হাত ও চোখ বেঁধে কোথায় নেওয়া হয়েছিল জানেন না সোহাগ!
/এআরআর/এজে/