X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

বর্ষবরণ: ভিড় দেখে নিরাপত্তা দেবে পুলিশ

আমানুর রহমান রনি
১৩ এপ্রিল ২০১৬, ২২:৫৩আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ২৩:২৫

পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখ উদযাপনে যেখানেই ভিড়, সেখানেই নিরাপত্তা বলয় গড়ে তুলবে পুলিশ। ভিড়ের স্থানগুলো চিহ্নিত করে নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ভিড়ের মধ্যে গত বছরের মতো  যৌন হয়রানির ঘটনা যাতে আর না ঘটে, তা এড়ানোর  লক্ষ্যেই পুলিশের এই উদ্যোগ।

আরও পড়তে পারেন: পহেলা বৈশাখ উদযাপন করবে না সম্মিলিত সাংস্কৃতিক জোট

ডিএমপি জানিয়েছে, রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, ধানমন্ডি লেক, হাতিরঝিল, উত্তরা, বনানী ও গুলশান এলাকার যেসব স্থানে কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা হবে সেখানেই পুলিশ বাড়তি নিরাপত্তা দেবে। তবে এসব অনুষ্ঠান বিকাল ৫ টার মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে।

এছাড়াও পহেলা বৈশাখে নিরাপত্তার স্বার্থে  ভুভুজেলা, মুখোশ পরা, বিকেল ৫ টার পর উন্মুক্তস্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সড়ক বন্ধ করে কনসার্ট  নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে। 

 

আরও পড়তে পারেন-   বর্ষবরণে যৌন নির্যাতন: অস্পষ্টতায় ঘিরে আছে মামলার তদন্ত

 

ডিএমপি বলছে, যারা  উন্মুক্ত স্থানে এসব করবেন, তারা পুলিশের সন্দেহের তালিকায় থাকবেন। তবে, বাসাবাড়িতে যেকোনও ধরণের অনুষ্ঠানের আয়োজন করতে কোনও বাধা দেবে না পুলিশ। বরং ওইসব অনুষ্ঠানে নিরাপত্তা দেবে। রাতে প্রিয়জনকে নিয়ে হেঁটে বেড়ানো যাবে, তবে দলগতভাবে কোনও কিছু করা যাবে না। পুলিশের এমন কড়াকড়িতে ক্ষেপেছেন সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরা। তারা পুলিশের বিধিনিষেধকে বাড়াবাড়ি হিসেবে দেখছেন। এমন অবস্থায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে বাংলা ট্রিবিউনকে জানানো হয়েছে, তারা পহেলা বৈশাখে কোনও অনুষ্ঠান নাও করতে পারেন।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না। কোনও কোম্পানির প্রচারে শোভাযাত্রার ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। কিছু কিছু কোম্পানি তাদের প্রচারণার জন্য একই ধরণের টি-শার্ট পরে শোভাযাত্রায় অংশ নিতে চুক্তির ভিত্তিতে লোক নিয়োগ করেন । এই সুযোগ নিয়ে দুর্বৃত্তরা বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ বছর বিষয়টির দিকে লক্ষ্য রাখা হবে।

 

আরও পড়তে পারেন:  মঙ্গলশোভা যাত্রার অপেক্ষায় চারুকলা

ডিএমপি কমিশনার আরও বলেন,  শোভাযাত্রার ভেতরে, সামনে ও পেছনে আমাদের বিশেষায়িত দল সোয়াট টিম নিরাপত্তার দায়িত্ব পালন করবে। রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশে এবার নারী-পুরুষের আলাদা লাইন থাকবে।

ডিএমপি কমিশনার বলেন, পহেলা বৈশাখকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গল শোভাযাত্রায় কেউ যেন মুখোশ না পরেন, আয়োজকদের সে অনুরোধ জানানো হয়েছে। তবে শোভাযাত্রা উপলক্ষে তৈরি মুখোশ হাতে রাখা যাবে।

আছাদুজ্জামান মিয়া বলেন, পহেলা বৈশাখকে কেন্দ্র করে রমনা-শাহবাগ-টিএসসিসহ পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান এবং টিএসসিতে তিনটি কন্ট্রোল রুম করা হবে। সেখানে থেকে প্রয়োজনীয় নির্দেশনা পাবেন দায়িত্ব পালনকারী সদস্যরা। টিএসসি, শাহবাগ ও রমনা পার্কে তিনটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হবে। ওয়াচ টাওয়ার থেকে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

গত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘটিত যৌন হয়রানির মত ঘটনা যাতে আর না ঘটে সেজন্য পুলিশের পক্ষ থেকে এতোসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, এবার বিকেল পাঁচটার মধ্যে সব ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করতে হবে। রাতে কোনও ধরণের অনুষ্ঠান চালানো যাবে না। তবে সন্ধ্যার পরে রাস্তায় হাঁটতে, রেস্তোরাঁয় বসে গল্প করতে কোনও নিষেধ নেই। ইনডোরে সব অনুষ্ঠান করা যাবে।  শুধু উন্মুক্ত স্থানে বড় ধরণের গানের কনসার্ট বা অনুষ্ঠান করা যাবে না। সন্ধ্যার পরে বাড়ির ছাদে এবং রেস্তোরাঁয় আপনারা উৎসব উদযাপন করুন। পুলিশ আপনাদের নিরাপত্তা দেবে।

নিরাপত্তার স্বার্থে যেসব জায়গায় পহেলা বৈশাখের অনুষ্ঠান হবে ওই সব এলাকায় ১৩ এপ্রিল ভোর ছয়টা থেকে ১৪ এপ্রিল রাত নয়টা পর্যন্ত বহিরাগত কোনও গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টিকারযুক্ত গাড়ি চলাচল করতে পারবে বলে জানান। 

/এআরআর/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ
সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ
১৫ দিন ধরে নিখোঁজ বৃদ্ধ আবু তাহের, সন্ধান চায় পরিবার
১৫ দিন ধরে নিখোঁজ বৃদ্ধ আবু তাহের, সন্ধান চায় পরিবার
আ.লীগ নিষিদ্ধের দাবিতে মহানগর নেতার নেতৃত্বে জামায়াতের সংহতি মিছিল
আ.লীগ নিষিদ্ধের দাবিতে মহানগর নেতার নেতৃত্বে জামায়াতের সংহতি মিছিল
আওয়ামী লীগের নেতাদের নিয়ে বিএনপির কার্যালয় উদ্বোধন
আওয়ামী লীগের নেতাদের নিয়ে বিএনপির কার্যালয় উদ্বোধন
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু