X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১
কলাবাগানে জোড়া খুন

‘সিসিটিভির ফুটেজে ঘাতকরা’ (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৬, ২০:৪১আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ২১:০০




সিসিটিভি ফুটেজ কলাবাগানে বাসায় ঢুকে ইউএসএইডের কর্মকর্তা জুলহাজ মান্নান ও নাট্যকর্মী মাহবুব তনয়কে হত্যা করে দুর্বৃত্তদের দৌড়ে পালিয়ে যাওয়ার দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে বলে দাবি করেছে পুলিশ।

গলির ভেতরের একটি ভবনের সিসি ক্যামেরার ফুটেজে তাদের দৌড়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে। পুলিশ ওই ফুটেজ জব্দ করেছে। ভিডিও ফুটেজ দেখে হত্যাকারীদের চিহ্নিত করার চেষ্টা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

তবে দুর্বৃত্তদের দৌড়ে যাওয়ার গলি থেকে সিসিটিভির দূরত্ব কিছুটা বেশি হওয়ায় খুনিদের শনাক্ত করা শক্ত হবে বলে মনে করা হচ্ছে।

ঘটনার পর সোমবার রাতেই ভিডিও ফুটেজ জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এ বিষয়ে তদন্তের স্বার্থে কোনও কথা বলতে চাননি কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, প্রথমে একসঙ্গে চার ব্যক্তি ব্যাগ হাতে দৌড়ে যাচ্ছে। কয়েক সেকেন্ড পর আরও এক যুবক তাদের পেছনে দ্রুত দৌড়াচ্ছে। তার অল্প সময় পর তাদের পেছনে পেছনে প্রথমে ১ জন পরবর্তীতে দুইজন ও আরও একজন দৌড়াচ্ছেন। তবে তাদের কারো চেহারাই স্পষ্ট নয়।

সোমবার সন্ধ্যায় রাজধানীর কলাবাগানে খুন হন ইউএসএআইডির কর্মকর্তা ও মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল অফিসার জুলহাজ মান্নান (৩৫) ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয় (২৮)। নিহত জুলহাজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাতো ভাই। জুলহাজ বাংলাদেশে সমকামীদের অধিকার নিয়ে কাজ করতেন। ‘রূপবান’ নামে একটি পত্রিকাও সম্পাদনা করতেন তিনি। অন্যদিকে তনয় আশা ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেন। লোকনাট্য নামের একটি থিয়েটারের সঙ্গে তিনি যুক্ত ছিলেন।

সিসিটিভির ক্যামেরার ফুটেজের বিষয়ে প্রশ্ন করা হলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেন, ‘এলাকাটি অত্যন্ত সুরক্ষিত। সিসি টিভির ক্যামেরার ফুটেজ পাওয়া গেলে তাদের গ্রেফতারে সুবিধা হতো। তবে সিসি টিভির জন্য আমরা কাউকে জোর করতে পারি না। এ বিষয়ে সবার নিরাপত্তা বোধ থাকতে হবে।’

/এআরআর/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী