X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সেনাকর্মকর্তা ওয়াজি আহম্মেদ হত্যা: মূল আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৬, ১২:৩০আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১২:৩৬

র‌্যাবের হাতে গ্রেফতার কেয়ারটেকার আব্দুল আহাদ ঢাকার মহাখালীর ডিওএইচএসে সাবেক সেনা কর্মকর্তা ওয়াজি আহম্মেদ চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম আবদুল আহাদ (৩৫)। বুধবার রাত পৌনে ১২টার দিকে পল্লবী থানাধীন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল আহাদ নিজেই সেনাকর্মকর্তা ওয়াজি আহম্মেদ চৌধুরীকে হত্যার কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে র‌্যাব।

গত ৫ অক্টোরব মহাখালীর ডিওএইচএসে নিজ বাসায় খুন হন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ওয়জি আহম্মেদ চৌধুরী (৭৬)। ঘটনার পর থেকে বাসার কেয়ারটেকার আবদুল আহান (৩৫) পলাতক ছিলেন। এ ঘটনায় ওইদিনই ওয়াজি আহম্মেদ এর ছেলে ফুয়াদ আহম্মেদ চৌধুরী কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কাওরান বাজারে মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৪ এর অধিনায়ক লূৎফুল কবির গ্রেফতার আবদুল আহাদের বরাত দিয়ে বলেন, ঘটনার আগের দিন ৪ অক্টোবর ফুয়াদ আহম্মেদ গুলশানে তাদের অপর একটি ফ্লাটে আবদুল আহাদকে নিয়ে যায়। ওই ফ্লাটে ফুয়াদ আহম্মেদ তার মোটরসাইকেলটি অন্য একটি গাড়ির সঙ্গে তালাবন্ধ করেন। এনিয়ে ওই ফ্লাটের ম্যানেজারের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মারধরের শিকার হন ফুয়াদ আহম্মেদ। এসময় আবদুল আহাদের নিবরতায় ক্ষুদ্ধ হয় ফুয়াদ আহম্মেদ।

পরবর্তীতে ফ্লাটে এসে আবদুল আহাদকে মারধর করেন ফুয়াদ আহম্মেদ। এতে ক্ষুদ্ধ হয়ে আবদুল আহাদ ডিওএইচএসের বাসায় ফিরে এসে ওয়াজি চৌধুরীকে জানায়, সে আর বাসায় কাজ করবে না। এরপর তার পাওয়া বেতন পরিশোধ করে দিতে বলে আবদুল আহাদ। তখন ওয়াজি আহম্মেদ চৌধুরী তাকে জানায়, তোমাকে টাকা দেওয়া হবে না। তুমি চলে যাও। এ কথার পর ওয়াজি আহম্মেদকে ভয় দেখানোর জন্য পাশের রুম থেকে রশি এনে দেখিয়ে আহাদ বলে, এখন যদি টাকা না দেন তাহলে আপনাকে মেরে ফেলবো। তখন ভয়ে ওয়াজি আহম্মেদ ডাকাত বলে চিৎকার দেন। তখন ওয়াজি আহম্মেদ এর গলায় রশি ফাঁস দিয়ে আবদুল আহাদ টান দিলে ওয়াজি আহম্মেদ ফ্লোরে পড়ে যান। এরপর আবদুল আহাদ হাত-পা বেঁধে ওয়াজি আহম্মেদকে রুমে তালাবদ্ধ করে দেয়। এরপর ঘরের ডাইনিং রুমের থাকা টিভি, নগদ ৪ হাজার ৬৭ টাকা ও একটি ল্যাপটপ নিয়ে পালিয়ে যায়। এর রাজধানীর বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকে আবদুল আহাদ।

/আরজে/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ