X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১
ঢাকা লিট ফেস্ট ২০১৬

সাম্প্রদায়িকতার এপার-ওপার : সাম্প্রদায়িক ভূগোল বিশ্লেষণ

রহমান মতি
১৮ নভেম্বর ২০১৬, ১৫:০৭আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ১৫:২৫
image

'ঢাকা লিট ফেস্ট'-এর বাংলা সেশনে সমকালীন বৈশ্বিক পরিস্থিতির মধ্যে সাম্প্রদায়িকতার সমস্যা নিয়ে উন্মুক্ত বিশ্লেষণের পর্ব অনুষ্ঠিত হয়েছে প্রথম দিন। হেমন্তের দুপুরে বাংলা একাডেমির লনে অনুষ্ঠিত হয়। আলোচক ছিলেন যথাক্রমে জহর সেনমজুমদার, মাসুদুল হক, সেমন্তী ঘোষ। সঞ্চালনা করেন আহমেদ রেজা। উপভোগ্য একটি বিশ্লেষণ ছিল।

'ঢাকা লিট ফেস্ট'-এর বাংলা সেশনে সমকালীন বৈশ্বিক পরিস্থিতির মধ্যে সাম্প্রদায়িকতার সমস্যা নিয়ে উন্মুক্ত বিশ্লেষণের পর্ব অনুষ্ঠিত হয়েছে প্রথম দিন

সাম্প্রদায়িকতা এখন বৈশ্বিক গুরুত্বপূর্ণ সমস্যা।ভারতীয় উপমহাদেশে এ সমস্যা প্রকট আকারে পৌঁছেছে।ধর্মকে ভুল ব্যাখ্যা করে মানুষের মনস্তত্ত্বকে নেতিবাচক দিকে প্রভাবিত করে সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে উপযুক্ত কারণ ছাড়াই ভুল বুঝে যাচ্ছে।এর পেছনে সোশ্যাল মিডিয়ার প্রবল ভূমিকা আছে। সংখ্যাগুরু ও সংখ্যালঘুর ধারণাকে কাজে লাগিয়ে শ্রেণি বিভাজন এনে পাল্টে ফেলা হচ্ছে সামাজিক দৃশ্যপট। সহনশীলতা থাকছে না। ভার্চুয়াল মিডিয়ার প্রত্যক্ষ প্রভাব তো আছেই।এসব মিলিয়ে আইডেনটিটি পলিটিক্সের মাধ্যমে ব্যক্তিস্বার্থকে প্রধানভাবে তুলে ধরা হচ্ছে অথচ বহুত্ববাদী দর্শনই মনীষীদের লক্ষ্য ছিল।সাম্প্রদায়িকতার বীজ ভারতবর্ষে এভাবেই প্রভাব বিস্তার করেছে বলে ব্যাখ্যা দেন সেমন্তী ঘোষ।

জহর সেনমজুমদার 'এপার ওপার' কনসেপ্টটিকেই সাম্প্রদায়িকতার একটি মানদণ্ড হিসেবে দেখতে চেয়েছেন। বিভাজনের প্রচণ্ড মানসিক যন্ত্রণা আছে এতে তিনি মনে করেন। ভারতীয় ভূগোলে তিনি সাম্প্রদায়িকতার ব্যাখ্যা দিলেও শেষ পর্যন্ত রাজনৈতিক দিকটি এড়িয়ে গেছেন যা সাম্প্রদায়িকতার প্রধান শক্তি।তিনি তার মতো বলেছেন এবং সেটি অবশ্যই তার নিজস্ব অবস্থানকে তুলে ধরার জন্য।

মাসুদুল হক অল্প কথায় অারাকান রাজ্যের ঐতিহাসিক ভূমিকায় অালাদাভাবে একে ভৌগোলিক সীমানায় নিয়ে যেভাবে সাহিত্যের ইতিহাস ব্যাখ্যা করা হয় সেখানে সাম্প্রদায়িক মনোভঙ্গি অাছে বলে মনে করেন।

সঞ্চালক অাহমেদ রেজা বৃটিশদের মাধ্যমে শুরু হওয়া সাম্প্রদায়িকতার চর্চা এখনও চলমান অবস্থার অবসান চেয়েছেন। রবীন্দ্রনাথ, নজরুল, তিন বন্দ্যোপাধ্যায় তাদের লেখায় অসাম্প্রদায়িক চেতনার ভূমিকা স্মরণ করেন তিনি। রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলীতে সে চেতনা এনেছেন। তিনি দৃঢ় অাশাবাদ ব্যক্ত করেন এ কথা বলে-'আমি স্বপ্ন দেখি সে দিনের যেদিন সাম্প্রদায়িকতা নিয়ে অালোচনার প্রয়োজন পড়বে না।'

সাম্প্রদায়িকতার মতো বৈশ্বিক রাজনৈতিক সমস্যার অবসান সব রাষ্ট্রের চাওয়া উচিত। এর ভূগোল বিস্তৃত যাতে না হয় সেজন্য সংগ্রামী হতে হবে সব রাষ্ট্রকে।

/এনএ/

 

সম্পর্কিত
পাঠকপ্রিয়তার শীর্ষে যেসব লেখক
মেলার বাইরে বই কেনেন না অর্ধেকের বেশি পাঠক
বব ডিলানের নোবেল প্রাপ্তির পক্ষে সমর্থক বেশি
সর্বশেষ খবর
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী
রাফাহ শহরের একাংশ থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বললো ইসরায়েল
সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি?রাফাহ শহরের একাংশ থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বললো ইসরায়েল
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?