X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘চুপিসারে’ ফল পাল্টানোর প্রতিবাদে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৬, ১৬:৫১আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ১৬:৫৫

মানববন্ধন

নোটিশ ছাড়াই অনার্স চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশের দু’মাস পর ‘চুপিসারে’ সেই ফল পাল্টে ফেলার প্রতিবাদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা মানবন্ধন করেছেন। এসময় তারা বলেন, আমরা আদালতে যাব, মামলা করব।

মঙ্গলবার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদের ধানমণ্ডির কার্যালয়ের সামনে মানববন্ধনে এ কথা বলেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গত ২৭ সেপ্টেম্বর চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশ করা হয়। ওই ফলাফল অনুযায়ী আমরা বিভিন্ন চাকরিতে আবেদন করেছি, মাস্টার্সে ভর্তির জন্য আবেদন করেছি। কিন্তু হঠাৎ করে গত ২১ নভেম্বর কোনও নোটিশ না দিয়েই রাতের আঁধারে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের ওই ফলাফল পাল্টে দিয়েছে।

শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে, তাদের নাকি ফলাফল প্রস্তুতে সমস্যা হয়েছিল। যদি মেনেও নেই তাদের সমস্যা হয়েছিল, তাহলে কেন তারা কোনও নোটিশ দিলো না। কেন তারা গোপনে রাতের আঁধারে  ফল পাল্টে দিলো? বাংলাদেশের কোন আইনের বলে তারা এই কাজটি করল, তা আমাদের বোধগম্য নয়।

রাতের আঁধারে ফল পরিবর্তনের পরে তারা দায়সারা যুক্তি উপস্থাপন করে একটি নোটিশ দিয়েছে। আবার যান্ত্রিক ত্রুটির কারণে ফলাফল সঠিক আসেনি বলে দুঃখ প্রকাশ করে তদন্ত কমিটি গঠন করেছে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, তদন্ত কমিটি গঠন করে যা বলা হয়েছে, তা আইওয়াশ ছাড়া কিছুই না।

উপাচার্য একটি গণমাধ্যমকে বলেছেন, যাদের ফলাফল কমে গেছে, তাদের জন্য মানোন্নয়নের ব্যবস্থা করবেন। এর প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, আমরা কেন আবার পরীক্ষায় বসবো। এ ধরনের কোনও সিদ্ধান্ত আমরা মানি না। এটা কি মগের মুক্কুল?

এসময় শিক্ষার্থীরা বলেন, আগের ফলাফলই বহাল রাখতে হবে। না হলে আমরা আদালতে যাব, মামলা করব।

উপাচার্যের ধানমণ্ডির কার্যালের সামনে আধা ঘণ্টার মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ঢাকা কলেজের প্রধান ফটকের সামনেও মানববন্ধন করেন। এসময় কয়েশ' শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন।

আরএআর/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এমন গরমেও ক্লাস করেছেন শিক্ষার্থীরা (ফটো স্টোরি)
এমন গরমেও ক্লাস করেছেন শিক্ষার্থীরা (ফটো স্টোরি)
উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শেষ উৎসাহ দূর হবে: ওয়ার্কার্স পার্টির অভিযোগ
উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শেষ উৎসাহ দূর হবে: ওয়ার্কার্স পার্টির অভিযোগ
১৭ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে, ঢাকায় ৪০.৩
১৭ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে, ঢাকায় ৪০.৩
মেরিনার ইয়াংসে নতুন গভর্নিং বডি
মেরিনার ইয়াংসে নতুন গভর্নিং বডি
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ