X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে দীর্ঘ মানববন্ধনে আলেমরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৬, ১৮:৩১আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৮:৩১

মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বর্বর অত্যাচার, বসতভিটায় অগ্নিসংযোগ, ধর্ষণ ও হত্যাযজ্ঞ বন্ধ এবং হত্যায় জড়িতের আন্তর্জাতিক আদালতে বিচারের দাবিতে ১৭০ কিলোমিটারব্যাপী মানববন্ধন করেছে গওহরডাঙ্গা কওমি মাদরাসা শিক্ষা বোর্ড। সোমবার সকালে এই বিশাল মানববন্ধন করা হয়।

মানববন্ধনে গওহরডাঙ্গা কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গা কওমি মাদরাসা শিক্ষা বোর্ড জানায়, সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ, কাশিয়ানী-মুকসুদপুর, ভাটিয়াপাড়া-গোপালগঞ্জ, কোটালিপাড়া-গোপালগঞ্জ, মোল্লারহাট-গোপালগঞ্জ, নড়াইল-কালিয়া-গোপালগঞ্জ রোডে এ মানববন্ধন করা হয়। এসব সড়কের ব্যাপ্তি ১৭০ কিলোমিটার। পুরো এলাকা জুড়ে বিভিন্ন মাদ্রাসার ছাত্র-শিক্ষক, মসজিদের ইমামরা মানবন্ধনের সময় ব্যানার-ফেস্টুন হাতে দাঁড়ান। মানববন্ধনের বিভিন্ন পয়েন্টে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে গরহরডাঙ্গার নেতারা অবস্থান নেন।

মানববন্ধনে আলেমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘মিয়ানমারে মুসলমানদের ওপর যে ধরনের জুলুম-অত্যাচার চলছে তা অসহনীয়।’ বাংলাদেশকে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠাকল্পে জাতিসংঘকে শান্তি রক্ষীবাহিনী প্রেরণে চাপ প্রয়োগ এবং মিয়ানমারের মুসলমানদের শান্তিতে বসবাস নিশ্চিত করতে জোরদার কূটনৈতিক পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানান তারা। এছাড়া আশ্রয় নেওয়া শরণার্থীদের সাহায্যে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানানোর পাশাপাশি সরকারের প্রতি ত্রাণ তৎপরতার শুরুরও অনুরোধ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- গওহরডাঙ্গা মাদ্রাসার শাইখুল হাদিস আবদুর রউফ, বেফাকের মহাসচিব মাওলানা শামছুল হক, মাওলানা নুরুল হক, মাওলামা কবিরুল ইসলাম, মুফতি নুরুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, মুফতি শোয়াইব ইবরাহিম, মাওলানা আবুল কালাম, মাওলানা ঝিনাত আলী, মুফতি হোসাইন আহমাদ, মাওলানা হারুনুর রশীদ ও মুফতি মাকসুদুল হক প্রমুখ।

/সিএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোরিওগ্রাফার ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ মে
কোরিওগ্রাফার ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ মে
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি