X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ঢাকায় ই-নাইন ফোরামের মন্ত্রী পর্যায়ের সম্মেলন ফেব্রুয়ারিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৬, ২১:১৭আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ২১:২১

‘ই-নাইন মিনিস্টেরিয়াল মিটিং অন এডুকেশন-২০৩০’ আয়োজনের উপদেষ্টা কমিটির বৈঠক ‘সবার জন্য শিক্ষা’ নিশ্চিত করতে জনবহুল নয়টি দেশ নিয়ে গঠন করা ই-নাইন ফোরামের মন্ত্রী পর্যায়ের সম্মেলন আগামী ৫ থেকে ৭ ফেব্রুয়ারি, ঢাকায় অনুষ্ঠিত হবে। ‘ই-নাইন মিনিস্টেরিয়াল মিটিং অন এডুকেশন-২০৩০’ শীর্ষক ওই সম্মেলন আয়োজন করতে গঠিত উপদেষ্টা কমিটি আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) প্রথম সভা করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুক, সংস্কৃতি সচিব আক্তারী মমতাজ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল হক খান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ ও ড. অরুনা বিশ্বাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঢাকায় অনুষ্ঠিতব্য ‘ই-নাইন মিনিস্টেরিয়াল মিটিং অন এডুকেশন-২০৩০’ আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয় সভায়। এতে উচ্চ পর্যায়ের এ সম্মেলন আয়োজনে প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্বব্যাপী টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের পটভূমিতে ই-নাইন ফোরামের সদস্য রাষ্ট্রগুলোর শিক্ষাবিষয়ক লক্ষ্য অর্জনের কৌশল নির্ধারণের জন্য ফোরামের ১১তম সম্মেলন এবার অনুষ্ঠিত হবে ঢাকায়।
প্রসঙ্গত, পৃথিবীর উন্নয়নশীল দেশগুলোর মধ্য থেকে জনবহুল নয়টি দেশ নিয়ে গঠিত ফোরাম হচ্ছে ই(এডুকেশন)-নাইন। এর সদস্য রাষ্ট্র বাংলাদেশ, ব্রাজিল, চীন, মিশর, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মেক্সিকো ও নাইজেরিয়া। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও তথ্য বিনিময়ের মাধ্যমে ইউনেস্কোর ‘সবার জন্য শিক্ষা’ এবং দ্রুত সাফল্য অর্জনের লক্ষ্যে ১৯৯৩ সালে এ ফোরাম গঠিত হয়।

/এসএমএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
কেমন চলছে ১৪ দলীয় জোট?
কেমন চলছে ১৪ দলীয় জোট?
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম