X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ডেথ রেফারেন্স যাবে হাইকোর্টে

উদিসা ইসলাম
১৬ জানুয়ারি ২০১৭, ১৬:২৬আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ১৮:৫৮

সাতখুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি

নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ডের আদেশ আইন অনুযায়ী শর্তসাপেক্ষ। দেশে প্রচলিত আইনে হাইকোর্টের অনুমোদন ছাড়া এই রায় কার্যকর করা যাবে না। তাই বিচারিক আদালতকে হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠাতে হবে। কেউ যদি আপিল নাও করেন তারপরও গ্রেফতার ও পলাতক সবাই এ সুযোগ পাবেন। আর কেউ যদি আইনজীবী নিয়োগ নাও করেন রাষ্ট্র আইনজীবী নিয়োগ করবে।

তবে আপিল করলে মামলাটি আপিল বিভাগ পর্যন্ত যাবে। তারপরও রিভিউ আবেদন ও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার সুযোগ থাকে। আইনজীবীরা বলছেন, সাধারণ বিবেচনায় এটি মোটামুটি দীর্ঘ প্রক্রিয়া। কিন্তু, আদালতের এখতিয়ার রয়েছে কোনও মামলা আগে বা পরে শুনানির।

রায় কার্যকরের বিষয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, ‘রায় কার্যকরের বিষয়টি পরবর্তী কার্যক্রমের ওপর নির্ভর করছে। এটি প্রথমে হাইকোর্টে যাবে, তারপর আপিল বিভাগে যাবে। সময় কতদিন লাগবে তা আদালতের ওপর নির্ভর করছে।’ সচিবালয়ে রায়টির ব্যাপারে দেওয়া প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যতক্ষণ পর্যন্ত না হাইকোর্ট অনুমোদন করেন ততক্ষণ নিম্ন আদালতের দেওয়া ফাঁসির রায় কার্যকর হয় না। বিচারিক আদালতের রায় নথিসহ হাইকোর্টে আসবে। সেটি ডেথ রেফারেন্স তৈরির জন্য পাঠানো হবে। সেখানে বেশ কিছু সময় প্রয়োজন হয়। তারপর শুনানির দিন ধার্য হবে।’

তিনি আরও বলেন, ‘সাধারণত মামলাগুলো ধারাবাহিকভাবে ডেথ রেফারেন্স তৈরির জন্য পাঠানো হয়। তবে প্রয়োজন সাপেক্ষে সেই ধারাবাহিকতা ভাঙা যায়। তিনি বলেন, আমার জানা মতে, এটি এ দেশের দ্বিতীয় বৃহত্তম মামলা, যেখানে ২৬ জনের ফাঁসি হলো। এ মামলাটি আগে শুনানির চেষ্টা করা হবে।’

এ ব্যাপারে মামলাটির বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজকে কেবল সাজার অংশটুকু পাঠ করেছেন বিজ্ঞ আদালত। রায়ের অফিসিয়াল কপি তৈরি হয়ে গেলে সেটি হাইকোর্টে অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স আকারে পাঠানো হবে। এর পরপর সেটি প্রস্তুত করার প্রক্রিয়া দ্রুত যেন করা হয় সেজন্য পৃথকভাবে আবেদন করে আদালতের নজরে আনা যেতে পারে। তবে এই মামলায় যেহেতু অনেকগুলো পক্ষ তারা আপিল করে বসলে সেটির প্রক্রিয়া আবার আলাদা। ফলে এখনও বেশ কিছু সময়ের ব্যাপার।’

প্রক্রিয়াগুলো যেন দ্রুত শেষ করা যায় সেদিকে নজর দেওয়ার দরকার আছে উল্লেখ করে তিনি বলেন, ‘যদি অন্য মামলার মতো এই মামলাও একই নিয়মে চলে তাহলে চূড়ান্ত রায় পেতে সময় লেগে যাবে। মামলাটি সংবেদনশীল হওয়ায় দ্রুত নিরসন প্রয়োজন।’

উল্লেখ্য, আজ রবিবার সকালে আলোচিত সাত খুনের রায়ে ২৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন। এ মামলায় সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‌্যাবের সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদসহ ২৬ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বাকি ৯ আসামির ৭ থেকে ১০ বছর মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় মামলার ৩৫ আসামির মধ্যে ২৩ জন আদালতে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১৭ জনই র‌্যাবের সাবেক সদস্য।

৫ মিনিটের এ রায় ঘোষণার পরপরই আইনজীবী সমিতি থেকে শুরু করে ভিকটিমদের পরিবার রায়টি দ্রুত কার্যকরের দাবি জানান।

এদিকে, এ রায় পুরোপুরি সন্তুষ্ট না করলেও যেটুকু পাওয়া গেছে সেটাই যেন বহাল থাকে সে প্রত্যাশা জানান নিহত অ্যাডভোকেট নজরুল ইসলামের বউ এবং মামলার বাদী সেলিনা ইসলাম বিউটি।

/ইউআই/টিএন/

আরও পড়ুন:  

এই রায়ে মানুষের মন থেকে ভীতি দূর হবে: আইনমন্ত্রী

নূর হোসেন ও র‌্যাবের কমান্ডার তারেক সাঈদসহ ২৬ জনের মৃত্যুদণ্ড

 

মৃত্যুদণ্ড দেওয়া হলো যাদের


সাত খুনের চার্জশিট: যেভাবে নেওয়া হয় হত্যার প্রস্তুতি

৭ খুন মামলা চলাকালে আলোচিত কিছু ঘটনা

যেভাবে ট্রাকের হেলপার থেকে ‘গডফাদার’

নূর হোসেনের সহযোগীরা এখনও সক্রিয়!

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টসে জিতে বাংলাদেশ বোলিংয়ে
টসে জিতে বাংলাদেশ বোলিংয়ে
শাহজালালে তিন দিন ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা
শাহজালালে তিন দিন ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা
এবার পাথিরানাকে হারালো চেন্নাই
এবার পাথিরানাকে হারালো চেন্নাই
নতুন করে বাংলাদেশে আশ্রয় নিলেন আরও ৮৮ বিজিপি সদস্য
নতুন করে বাংলাদেশে আশ্রয় নিলেন আরও ৮৮ বিজিপি সদস্য
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?