X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে রিয়াদে সেমিনার

সৌদি আরব প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০১

সেমিনারে অংশ নেন সৌদি আরবের নিয়োগ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা

সৌদি আরবে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী পাঠানোর বাস্তবমুখী পরামর্শ দিতে রিয়াদে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রিয়াদের শেরাটন হোটেলে এ সেমিনারের আয়োজন করে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের শ্রমউইং। সেমিনারে ৫০টি সৌদি নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন শ্রম-কাউন্সিলর সারোয়ার আলম।

সেমিনারে রিয়াদে বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসিহ সৌদি আরবে বাংলাদেশি অদক্ষ কর্মীদের দক্ষ করে তোলার জন্য প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর লক্ষ্য বিদেশে অবস্থানরত অদক্ষ কর্মীদের দক্ষ করে তোলা। এ জন্য রিয়াদ, জেদ্দা, দাম্মামসহ বিভিন্ন প্রদেশে সরকারি খরচে প্রশিক্ষণ কেন্দ্র খোলা প্রয়োজন।’

এ সময় তিনি বাংলাদেশি কর্মীদের দুর্ভোগের কথা তুলে ধরে সৌদি কর্মকর্তা ও প্রতিনিধিদের কাছে মানসম্পন্ন বাংলাদেশি কর্মী আনার বিষয়ে পরামর্শ চান।

সেমিনারে জনশক্তি উন্নয়নের বিভিন্ন বিভাগ থেকে ১১ সদস্যের সরকারি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। দলটির নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব বদরুল আরেফিন। আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনশক্তি রফতানি ব্যুরোর দাফতর প্রধান নিরুপম দেবনাথ, কর্মসংস্থান ও প্রশিক্ষণ (বিএমইটি) পরিচালক মো. নুরুল ইসলাম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক মো. নুরুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আক্তার হোসেন, জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদের (এনএসডিসি) উপপরিচালক মো. কামরুজ্জামান, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসের (বিওইএসএল) উপ-মহাব্যবস্থাপক মো. আরিফুল হক, রফতানি ব্যুরোর স্টেনোগ্রাফার এমএইচ বশির আহমেদ ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ অফিসার মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

সেমিনারে বক্তারা কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি, ঢাকায় অবস্থিত গালফ দেশগুলিতে কর্মী পাঠানোর জন্য অনুমোদিত মেডিক্যাল কেন্দ্রগুলোর (গামকা) স্বাস্থ্য পরীক্ষার সার্টিফিকেট, মৃতব্যক্তিদের দ্রুত দেশে পাঠানো, দ্রুত সময়ে কর্মী প্রেরণ, অভিবাসন ব্যয় কমানো, দক্ষতার সার্টিফিকেট প্রমাণীকরণে ওয়েবসাইট করা, দুই দেশের শ্রমমন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় বাড়ানো, নির্ধারিত কাজে উপযুক্ত কর্মী পাঠানো, বাংলাদেশে গালফ অনুমোদিত মেডিক্যাল সেন্টার (গামকা) থেকে বিদেশগামী কর্মীদের সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা ইত্যাদি বিষয়ে পরামর্শ দেন।

/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
সর্বশেষ খবর
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সারা দেশে ছাত্রলীগের বিক্ষোভ
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সারা দেশে ছাত্রলীগের বিক্ষোভ
ভাড়া বাসা থেকে আ.লীগ নেতার লাশ উদ্ধার
ভাড়া বাসা থেকে আ.লীগ নেতার লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ