X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

নিরাপত্তাকর্মীর চাকরি নিয়ে পোশাক কারখানায় ডাকাতি করে চক্রটি: র‌্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১২





গ্রেফতার হওয়া ডাকাত দলের সদস্যরা নিরাপত্তাকর্মীর চাকরি নিয়ে গাজীপুরের কালিয়াকৈর নীট প্লাস গার্মেন্টসের ভল্ট ভেঙ্গে তিন কোটি ৪১ লাখ টাকা ডাকাতি করে একটি চক্র। রবিবার দেশের বিভিন্ন অঞ্চল থেকে ওই চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করে র্যা ব। সোমবার সকালে র্যা বের কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যা বের মুখপাত্র মুফতি মাহমুদ খান।





মুফতি মাহমুদ খান বলেন, ‘নীট প্লাস গার্মেন্টসে ডাকাতির পর আমরা ছায়া তদন্ত শুরু করি। ঘটনার দিন ছয় নিরাপত্তাকর্মীর মধ্যে চারজনকে অচেতন করা হয়। বাকি দুই নিরাপত্তাকর্মী নিখোঁজ ছিল। এরপর আমরা তাদের ঘিরে তদন্ত শুরু করি। কিন্তু নিখোঁজ দুই নিরাপত্তাকর্মী যে ঠিকানা দিয়ে চাকরি নিয়েছিলেন তা ভুয়া। তাদের একজনের প্রকৃত নাম মাহবুবুর রহমান কিন্তু গার্মেন্টসে তার নাম ছিল আব্দুল খালেক মিয়া। অপরজনের প্রকৃত নাম ফারুক হোসেন তবে সে চাকরি নিয়েছিল আলম শিকদার নাম দিয়ে। আমরা সিসি ক্যামেরার ফুটেজ যাচাই বাছাই করে নিশ্চিত হই তারা দুজন ডাকাতির সঙ্গে জড়িত। এরপর প্রথমে খুলনা থেকে মাহবুবুর রহমানকে গ্রফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকিদের গ্রেফতার করা হয়। বাকি গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলো- ফারুক হোসেন ওরফে আলম শিকদা, খলিলুর রহমান রানা, বেলায়েত হোসেন আকন্দ, ইকবাল হোসেন রুবেল ও উজ্জল বিশ্বাস।'
ডাকাত দলের কাছ থেকে উদ্ধার করা টাকা তিনি আরও বলেন, ‘মূলত মাহবুবুরের নেতৃত্বেই ডাকাতি হয়। এই চক্রটি এর আগেও বাড্ডার একটি গার্মেন্টসে ডাকাতি করেছে। তাদের কারও কারও বিরুদ্ধে হত্যা মামলাও রয়েছে। চক্রটি একটি সিকিউরিটি এজেন্সিতে ও পরে গার্মেন্টসে নিরাপত্তাকর্মীর চাকরি নেয়। এরপর তারা পরিকল্পনা করে ডাকাতি করে। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে এক কোটি ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়াও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জম, ট্রাক ও পোশাক কারকানার মেশিনারিজ উদ্ধার করা হয়েছে।’
/এআরআর/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার